বিনোদন ডেস্ক
মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে, আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৭ মিনিট আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগে