বিনোদন প্রতিবেদক
চার বছর আগে ঈদে জিতের সঙ্গে ‘সুলতান’ মুক্তি পেয়েছিল মিমের। পরের বছর আরিফিন শুভর সঙ্গে ‘সাপলুডু’ করেছিলেন। আবারও ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’। মডেলিং, শুভেচ্ছাদূত কিংবা বিয়ে- এসব কিছু নিয়ে আলোচনায় থাকলেও এবার সিনেমা মুক্তি সামনে রেখে নতুন করে আলোচনায় চ্যানেল আই লাক্স সুপারটার।
‘পরাণ’ মুক্তি পেতে পারে ৩০টির মতো সিনেমা হলে। এই সিনেমাতে মিম অভিনয় করেছেন অনন্যা চরিত্রে। অনেকেই ধারনা করে নিয়েছেন সিনেমার ট্রেলার থেকে যে, এটি বাস্তব কোন ঘটনা থেকে নেওয়া গল্প। আবার সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, আগে সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা দেখুক, তারপর মূল ঘটনা জানুক। নির্মাতা রায়হান রাফি এই সিনেমাতে মিমের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন। পরিচালকের বিশ্বাস দর্শকও মিমের অভিনয়ে মুগ্ধ হবেন। মিম নিজেও ভীষণ আশাবাদী ‘পরাণ’ সিনেমাটি নিয়ে। কারণ তিনি এই সিনেমার ‘অনন্যা’ চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিশ্রম করেছেন।
সিনেমাটির শুটিং হয়েছে ময়মনসিংহে। একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য যতো শ্রম দেওয়া প্রয়োজন, মিম তার সর্বোচ্চটুকু দিয়েছেন। বিদ্যা সিনহা মিম বলেন,‘সর্বশেষ আমার অভিনীত সাপলুডু সিনেমা মুক্তি পেয়েছিলো। এরপর আসলে করোনার কারণে আমাদের জীবনে বিপর্যয় নেমে এসেছিলো। নানান প্রতিকূলতা পেরিয়ে আমাদের জীবনে এখনো স্বাভাবিকতা ফিরে আসেনি। কবে আসবে তাও জানিনা। তারপরও আমরা আশায় বুক বাঁধি। পরাণ নিয়ে আমরাও সেই আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস পরাণ সিনেমার গল্প দর্শককে মুগ্ধ করবে। এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়ও দর্শককে মুগ্ধ করবে। এরইমধ্যে সিনেমার গানগুলো দর্শকের কাছে ভালোলাগার সৃষ্টি করেছে। সেখান থেকে বলতে পারি শুধু গানই নয়, সিনেমাও ভালোলাগবে সবার। এতে আমার যারা সহশিল্পী আছেন তারাও দারুণ অভিনয় করেছেন। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য।’
মিম বলেন, ‘সিনেমায় খুবই আদুরে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। মফঃস্বলে আশপাশে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে খুব দেখা যায়। এই চরিত্রটির সঙ্গে শুটিংয়ে একেবারে সেট হয়ে গিয়েছিলাম। শুটিং করতাম তখন মনে হতো মাত্র কলেজ থেকে ফিরেছিলাম, চরিত্রটির মতো। এখনও সেসব বিষয়গুলো খুব মিস করি। চরিত্রটা এতটাই আপন ছিল যে ওখান থেকে বের হতে পারিনি।’
সিনেমাটিতে মেকাপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে। তিনি বলেন,‘চরিত্রের জন্য নিত্য নতুন লুক আমার ভালো লাগে। তবে একদমই কোনো মেকাপ ছাড়া দর্শকের সামনে আসার অভিজ্ঞতা ভিন্ন। চ্যানেল আইয়ের জন্য ‘কার্নিশ’ নামে একটি ফিচার ফিল্ম করেছি সেখানেও মেকাপ ছাড়া। অনেকটা বিধ্বস্ত, বিষণ্ণ চেহারায়। চরিত্রগুলো ভালো লেগেছে বলেই যে কোনো লুক নিতে রাজি হই। এর ফলে মনে হয় নিজেকে ভাঙতে পারি।’
এবারের ঈদ উপলক্ষ্যে বিদ্যা সিনহা মিম ছোট পর্দার জন্য চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। ফিচার ফিল্মগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’। এই কাজগুলো নিয়েও মিম ভীষণ উচ্ছ্বসিত।
চার বছর আগে ঈদে জিতের সঙ্গে ‘সুলতান’ মুক্তি পেয়েছিল মিমের। পরের বছর আরিফিন শুভর সঙ্গে ‘সাপলুডু’ করেছিলেন। আবারও ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’। মডেলিং, শুভেচ্ছাদূত কিংবা বিয়ে- এসব কিছু নিয়ে আলোচনায় থাকলেও এবার সিনেমা মুক্তি সামনে রেখে নতুন করে আলোচনায় চ্যানেল আই লাক্স সুপারটার।
‘পরাণ’ মুক্তি পেতে পারে ৩০টির মতো সিনেমা হলে। এই সিনেমাতে মিম অভিনয় করেছেন অনন্যা চরিত্রে। অনেকেই ধারনা করে নিয়েছেন সিনেমার ট্রেলার থেকে যে, এটি বাস্তব কোন ঘটনা থেকে নেওয়া গল্প। আবার সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, আগে সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা দেখুক, তারপর মূল ঘটনা জানুক। নির্মাতা রায়হান রাফি এই সিনেমাতে মিমের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন। পরিচালকের বিশ্বাস দর্শকও মিমের অভিনয়ে মুগ্ধ হবেন। মিম নিজেও ভীষণ আশাবাদী ‘পরাণ’ সিনেমাটি নিয়ে। কারণ তিনি এই সিনেমার ‘অনন্যা’ চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিশ্রম করেছেন।
সিনেমাটির শুটিং হয়েছে ময়মনসিংহে। একটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য যতো শ্রম দেওয়া প্রয়োজন, মিম তার সর্বোচ্চটুকু দিয়েছেন। বিদ্যা সিনহা মিম বলেন,‘সর্বশেষ আমার অভিনীত সাপলুডু সিনেমা মুক্তি পেয়েছিলো। এরপর আসলে করোনার কারণে আমাদের জীবনে বিপর্যয় নেমে এসেছিলো। নানান প্রতিকূলতা পেরিয়ে আমাদের জীবনে এখনো স্বাভাবিকতা ফিরে আসেনি। কবে আসবে তাও জানিনা। তারপরও আমরা আশায় বুক বাঁধি। পরাণ নিয়ে আমরাও সেই আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস পরাণ সিনেমার গল্প দর্শককে মুগ্ধ করবে। এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয়ও দর্শককে মুগ্ধ করবে। এরইমধ্যে সিনেমার গানগুলো দর্শকের কাছে ভালোলাগার সৃষ্টি করেছে। সেখান থেকে বলতে পারি শুধু গানই নয়, সিনেমাও ভালোলাগবে সবার। এতে আমার যারা সহশিল্পী আছেন তারাও দারুণ অভিনয় করেছেন। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য।’
মিম বলেন, ‘সিনেমায় খুবই আদুরে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। মফঃস্বলে আশপাশে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে খুব দেখা যায়। এই চরিত্রটির সঙ্গে শুটিংয়ে একেবারে সেট হয়ে গিয়েছিলাম। শুটিং করতাম তখন মনে হতো মাত্র কলেজ থেকে ফিরেছিলাম, চরিত্রটির মতো। এখনও সেসব বিষয়গুলো খুব মিস করি। চরিত্রটা এতটাই আপন ছিল যে ওখান থেকে বের হতে পারিনি।’
সিনেমাটিতে মেকাপ ছাড়াই অভিনয় করেছেন মিম। অফস্ক্রিনে তিনি যেমন, সেভাবেই এসেছেন স্ক্রিনে। তিনি বলেন,‘চরিত্রের জন্য নিত্য নতুন লুক আমার ভালো লাগে। তবে একদমই কোনো মেকাপ ছাড়া দর্শকের সামনে আসার অভিজ্ঞতা ভিন্ন। চ্যানেল আইয়ের জন্য ‘কার্নিশ’ নামে একটি ফিচার ফিল্ম করেছি সেখানেও মেকাপ ছাড়া। অনেকটা বিধ্বস্ত, বিষণ্ণ চেহারায়। চরিত্রগুলো ভালো লেগেছে বলেই যে কোনো লুক নিতে রাজি হই। এর ফলে মনে হয় নিজেকে ভাঙতে পারি।’
এবারের ঈদ উপলক্ষ্যে বিদ্যা সিনহা মিম ছোট পর্দার জন্য চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। ফিচার ফিল্মগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘চেহারা’, ভিকি জায়েদের ‘কার্ণিশ’, সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’ ও ওসমান মিরাজের ‘রিস্কি লাভ’। এই কাজগুলো নিয়েও মিম ভীষণ উচ্ছ্বসিত।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে, আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৭ মিনিট আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগে