বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো কলকাতায় শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া (ইস্টার্ন রিজিয়ন)। সহযোগিতায় আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেস্কি। এ উৎসবে ফোকাসে থাকছে বাংলাদেশের পাঁচটি সিনেমা।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর কলকাতার নন্দনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি কিরণ শান্তারাম। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’। মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত সিনেমাটি ছাড়াও উৎসবে থাকবে বাংলাদেশের আরো চার সিনেমা—নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণা সেঁজুতির ‘রিপলস’।
ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে দেখানো হবে— কাজরো (কোঙ্কনি), বারহা বাই বারহা (হিন্দি), ক্যান নাইদার স্টে হেয়ার নর জার্নি বিয়ন্ড (কন্নড়), সোল অব সাইলেন্স (অসমিয়া), দ্য পোর্ট্রেটস, অন ডেটিং অ্যান্ড ডেথ (মালয়ালম), পাখি চোর ও চাবিওয়ালা (বাংলা)। তবে উৎসবের প্রধান আকর্ষণ শ্রীলঙ্কার তরুণ পরিচালক অশোক হান্দাগামার রেট্রোস্পেক্টিভ। তাঁর বিখ্যাত ও বিতর্কিত সিনেমাগুলো ঠাঁই পাচ্ছে এই উৎসবে। যার মধ্যে রয়েছে— অসন্ধিমিত্ত, হার: হিম দ্য আদার, অলবোরাদা, টকিং অ্যাবাউট লাভ ও লেট হার ক্রাই।
আন্তর্জাতিক বিভাগে থাকবে— ইকুয়েডরের ‘দ্য বিগ ব্যাং ২.০’, কাজাখস্তানের ‘ফায়ার’, পর্তুগালের ‘সুর্দিনা’, মিশরের ‘ফ্র্যাজাইল’, ব্রাজিলের ‘সাবটেরানিয়া’, নেপালের ‘ওয়ান নাইট ইন কাঠমাণ্ডু’ এবং ইরানের ‘ফাদার’।
উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশের নির্মাতা আবু সাইয়ীদ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কলকাতার নির্মাতা অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
প্রথমবারের মতো কলকাতায় শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া (ইস্টার্ন রিজিয়ন)। সহযোগিতায় আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেস্কি। এ উৎসবে ফোকাসে থাকছে বাংলাদেশের পাঁচটি সিনেমা।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর কলকাতার নন্দনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি কিরণ শান্তারাম। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’। মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত সিনেমাটি ছাড়াও উৎসবে থাকবে বাংলাদেশের আরো চার সিনেমা—নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণা সেঁজুতির ‘রিপলস’।
ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে দেখানো হবে— কাজরো (কোঙ্কনি), বারহা বাই বারহা (হিন্দি), ক্যান নাইদার স্টে হেয়ার নর জার্নি বিয়ন্ড (কন্নড়), সোল অব সাইলেন্স (অসমিয়া), দ্য পোর্ট্রেটস, অন ডেটিং অ্যান্ড ডেথ (মালয়ালম), পাখি চোর ও চাবিওয়ালা (বাংলা)। তবে উৎসবের প্রধান আকর্ষণ শ্রীলঙ্কার তরুণ পরিচালক অশোক হান্দাগামার রেট্রোস্পেক্টিভ। তাঁর বিখ্যাত ও বিতর্কিত সিনেমাগুলো ঠাঁই পাচ্ছে এই উৎসবে। যার মধ্যে রয়েছে— অসন্ধিমিত্ত, হার: হিম দ্য আদার, অলবোরাদা, টকিং অ্যাবাউট লাভ ও লেট হার ক্রাই।
আন্তর্জাতিক বিভাগে থাকবে— ইকুয়েডরের ‘দ্য বিগ ব্যাং ২.০’, কাজাখস্তানের ‘ফায়ার’, পর্তুগালের ‘সুর্দিনা’, মিশরের ‘ফ্র্যাজাইল’, ব্রাজিলের ‘সাবটেরানিয়া’, নেপালের ‘ওয়ান নাইট ইন কাঠমাণ্ডু’ এবং ইরানের ‘ফাদার’।
উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশের নির্মাতা আবু সাইয়ীদ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কলকাতার নির্মাতা অতনু ঘোষ ও অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দ
১ ঘণ্টা আগেতারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
৪ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৮ ঘণ্টা আগেনয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
২১ ঘণ্টা আগে