মীর রাকিব হাসান, ঢাকা
গ্রামের পূজার মতো আনন্দ অন্য কোথাও নেই: চঞ্চল চৌধুরী
দুর্গাপূজা এলেই কাজ থেকে ছুটি নিয়ে চঞ্চল চৌধুরী ছুটে যান পাবনার গ্রামের বাড়িতে। সেখানে ভাই-বোন ও আত্মীয়স্বজনের সঙ্গে পূজার আনন্দে মেতে ওঠেন। ছেলেবেলার বন্ধু, পরিচিতজন- সবার সঙ্গে দেখা হয় এ সময়টায়।
চঞ্চল বলেন, ‘প্রতিবছর পূজার ছুটিতে গ্রামের বাড়িতে আসি। এবারও এসেছি। আপনজনেরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। অনেক দিন পর তাঁদের সঙ্গে দেখা হয়ে মনটা খুশিতে ভরে যায়। গ্রামের পূজার মতো আনন্দ অন্য কোথাও নেই। এখানে সহজ-সরল মানুষের সহজ-সরল আনন্দ মন ভরে দেয়।’
পূজার সময় মাকে বেশি মনে পড়ে: অপু বিশ্বাস
প্রতিবছর পূজার সময় বগুড়ায় নিজ বাড়িতে থাকেন অপু বিশ্বাস। কিন্তু গত বছর মা মারা যাওয়ায় মন ভালো ছিল না, তাই যাওয়া হয়নি বগুড়ায়। এবার পূজায় গিয়েছেন গ্রামের বাড়ি। অপু বিশ্বাস বলেন, ‘এক সপ্তাহ আগেও সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি যাব না। সিদ্ধান্ত বদল করেছি। পূজার প্রকৃত আনন্দ বাড়িতে গেলেই পাই। মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকারে ছেয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মাকে ছাড়া এবার দ্বিতীয় পূজা। তাঁকে ছাড়া পূজার আনন্দ কোনো দিন পরিপূর্ণ হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে পূজার সময় মাকে বেশি মনে পড়ে।’
নানাবাড়িতেই বড় আয়োজনে পূজা হচ্ছে: বিদ্যা সিনহা মিম
পূজার ছুটিতে রাজশাহীতে নানাবাড়িতে আছেন বিদ্যা সিনহা মিম। মিমের দাদার বাড়িও রাজশাহীতে। প্রায় প্রতিবছর মা-বাবাকে সঙ্গে নিয়ে পূজার দিনগুলো সেখানে কাটান মিম। তিনি বলেন, ‘১০ অক্টোবর রাজশাহী এসেছি। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছি, এর চেয়ে সুন্দর সময় তো আর হতে পারে না। দূর-দূরান্ত থেকেও মানুষ দেখতে আসছেন আমাকে। তাঁদের সময় দিতে হচ্ছে। এভাবেই পূজার সময়টা কাটাচ্ছি।’
মিমদের নানাবাড়িতেই বড় আয়োজনে পূজা হচ্ছে। তবে আশপাশের মণ্ডপেও গিয়েছেন মিম। তিনি বলেন, ‘অন্য মণ্ডপগুলোও ঘুরে দেখছি। কিন্তু যেভাবে মানুষের ভিড় বাড়ছে; বুঝতে পারছি না কতটা পারব।’ এবার পূজায় ৩০-৩৫টা পোশাক পেয়েছেন মিম। পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে এসব উপহার।
পূজার আনন্দে কাজের কথা ভুলে যেতে চাই: পূজা চেরি
জামালপুরে শুটিং করে পূজা চেরি ঢাকায় ফিরেছেন ১০ অক্টোবর। পূজার দিনগুলো আনন্দ-উৎসবেই কাটছে তাঁর। পূজা বলেন, ‘পূজার দিনগুলোয় কাজের কথা ভুলে যেতে চাই। নিজের মতো করে কাটাতে চাই। কাছের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। ষষ্ঠীর দিন নিজের ও পরিবারের জন্য শপিং করেছি। ঢাকা শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছি।’ পুরান ঢাকার শাঁখারীবাজারের পূজামণ্ডপ থেকে বনানীর পূজামণ্ডপ—সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন পূজা। আজ বিজয়া দশমীতে তিনি যাবেন ঢাকেশ্বরী মন্দিরে। পূজা বলেন, ‘কাল (আজ) তো মন খারাপের দিন। তবুও দিনটার জন্য মুখিয়ে থাকি; ছোট থেকেই এ দিনের সিঁদুরখেলা আমার প্রিয়। এবার যাব ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে বড় আয়োজনে সিঁদুরখেলা হয়। বিবাহিতরা সিঁথিতে সিঁদুর দিয়ে খেলে আর অবিবাহিতরা গালে সিঁদুর মেখে খেলে।’ দশমীর পর আবার ‘গলুই’ সিনেমার শুটিংয়ে জামালপুর যাবেন পূজা চেরি।
গ্রামের পূজার মতো আনন্দ অন্য কোথাও নেই: চঞ্চল চৌধুরী
দুর্গাপূজা এলেই কাজ থেকে ছুটি নিয়ে চঞ্চল চৌধুরী ছুটে যান পাবনার গ্রামের বাড়িতে। সেখানে ভাই-বোন ও আত্মীয়স্বজনের সঙ্গে পূজার আনন্দে মেতে ওঠেন। ছেলেবেলার বন্ধু, পরিচিতজন- সবার সঙ্গে দেখা হয় এ সময়টায়।
চঞ্চল বলেন, ‘প্রতিবছর পূজার ছুটিতে গ্রামের বাড়িতে আসি। এবারও এসেছি। আপনজনেরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। অনেক দিন পর তাঁদের সঙ্গে দেখা হয়ে মনটা খুশিতে ভরে যায়। গ্রামের পূজার মতো আনন্দ অন্য কোথাও নেই। এখানে সহজ-সরল মানুষের সহজ-সরল আনন্দ মন ভরে দেয়।’
পূজার সময় মাকে বেশি মনে পড়ে: অপু বিশ্বাস
প্রতিবছর পূজার সময় বগুড়ায় নিজ বাড়িতে থাকেন অপু বিশ্বাস। কিন্তু গত বছর মা মারা যাওয়ায় মন ভালো ছিল না, তাই যাওয়া হয়নি বগুড়ায়। এবার পূজায় গিয়েছেন গ্রামের বাড়ি। অপু বিশ্বাস বলেন, ‘এক সপ্তাহ আগেও সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি যাব না। সিদ্ধান্ত বদল করেছি। পূজার প্রকৃত আনন্দ বাড়িতে গেলেই পাই। মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকারে ছেয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মাকে ছাড়া এবার দ্বিতীয় পূজা। তাঁকে ছাড়া পূজার আনন্দ কোনো দিন পরিপূর্ণ হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে পূজার সময় মাকে বেশি মনে পড়ে।’
নানাবাড়িতেই বড় আয়োজনে পূজা হচ্ছে: বিদ্যা সিনহা মিম
পূজার ছুটিতে রাজশাহীতে নানাবাড়িতে আছেন বিদ্যা সিনহা মিম। মিমের দাদার বাড়িও রাজশাহীতে। প্রায় প্রতিবছর মা-বাবাকে সঙ্গে নিয়ে পূজার দিনগুলো সেখানে কাটান মিম। তিনি বলেন, ‘১০ অক্টোবর রাজশাহী এসেছি। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছি, এর চেয়ে সুন্দর সময় তো আর হতে পারে না। দূর-দূরান্ত থেকেও মানুষ দেখতে আসছেন আমাকে। তাঁদের সময় দিতে হচ্ছে। এভাবেই পূজার সময়টা কাটাচ্ছি।’
মিমদের নানাবাড়িতেই বড় আয়োজনে পূজা হচ্ছে। তবে আশপাশের মণ্ডপেও গিয়েছেন মিম। তিনি বলেন, ‘অন্য মণ্ডপগুলোও ঘুরে দেখছি। কিন্তু যেভাবে মানুষের ভিড় বাড়ছে; বুঝতে পারছি না কতটা পারব।’ এবার পূজায় ৩০-৩৫টা পোশাক পেয়েছেন মিম। পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে এসব উপহার।
পূজার আনন্দে কাজের কথা ভুলে যেতে চাই: পূজা চেরি
জামালপুরে শুটিং করে পূজা চেরি ঢাকায় ফিরেছেন ১০ অক্টোবর। পূজার দিনগুলো আনন্দ-উৎসবেই কাটছে তাঁর। পূজা বলেন, ‘পূজার দিনগুলোয় কাজের কথা ভুলে যেতে চাই। নিজের মতো করে কাটাতে চাই। কাছের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। ষষ্ঠীর দিন নিজের ও পরিবারের জন্য শপিং করেছি। ঢাকা শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছি।’ পুরান ঢাকার শাঁখারীবাজারের পূজামণ্ডপ থেকে বনানীর পূজামণ্ডপ—সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন পূজা। আজ বিজয়া দশমীতে তিনি যাবেন ঢাকেশ্বরী মন্দিরে। পূজা বলেন, ‘কাল (আজ) তো মন খারাপের দিন। তবুও দিনটার জন্য মুখিয়ে থাকি; ছোট থেকেই এ দিনের সিঁদুরখেলা আমার প্রিয়। এবার যাব ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে বড় আয়োজনে সিঁদুরখেলা হয়। বিবাহিতরা সিঁথিতে সিঁদুর দিয়ে খেলে আর অবিবাহিতরা গালে সিঁদুর মেখে খেলে।’ দশমীর পর আবার ‘গলুই’ সিনেমার শুটিংয়ে জামালপুর যাবেন পূজা চেরি।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে