বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
২ ঘণ্টা আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
৯ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
২১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
২১ ঘণ্টা আগে