বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। চঞ্চল, রাজ না থাকলেও এবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে আছেন মোস্তাফিজ নূর ইমরান।
তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘নানা কারণেই নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’
অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে রইদ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন সুমন। কথা রেখেছেন হাওয়াখ্যাত এই নির্মাতা। সম্প্রতি শ্রীমঙ্গলে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে বদলে গেছে সিনেমার প্রযোজক। জয় আহসান নন, এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস।
শুটিং শেষে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত রইদ নিয়ে কোনো কথা বলতে চান না নির্মাতা। একই কথা অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের কণ্ঠেও। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর পর এ সিনেমা নিয়ে কথা বলবেন।
হাওয়া সিনেমার শুটিংয়ের জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন সুমন। সমুদ্রের বুকে মাছ ধরার একটি ট্রলারে বুনেছিলেন রহস্যের জাল। নিজের দ্বিতীয় সিনেমার জন্য বেছে নিয়েছেন পাহাড়। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রহস্যে রইদের গল্প সাজাবেন নির্মাতা।
২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। চঞ্চল, রাজ না থাকলেও এবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে আছেন মোস্তাফিজ নূর ইমরান।
তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘নানা কারণেই নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’
অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে রইদ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন সুমন। কথা রেখেছেন হাওয়াখ্যাত এই নির্মাতা। সম্প্রতি শ্রীমঙ্গলে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে বদলে গেছে সিনেমার প্রযোজক। জয় আহসান নন, এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস।
শুটিং শেষে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত রইদ নিয়ে কোনো কথা বলতে চান না নির্মাতা। একই কথা অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের কণ্ঠেও। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর পর এ সিনেমা নিয়ে কথা বলবেন।
হাওয়া সিনেমার শুটিংয়ের জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন সুমন। সমুদ্রের বুকে মাছ ধরার একটি ট্রলারে বুনেছিলেন রহস্যের জাল। নিজের দ্বিতীয় সিনেমার জন্য বেছে নিয়েছেন পাহাড়। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রহস্যে রইদের গল্প সাজাবেন নির্মাতা।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে