বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সিনেমাটির হলপ্রিন্ট। পাইরেসি ইস্যুতে অভিযোগ জানাতে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ে যায় সুড়ঙ্গ টিম। তাদের সঙ্গে ছিলেন এই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয়তমা’–এর প্রযোজক আরশাদ আদনান।
সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পুরো টিমের কথা হয় এবং তিনি সিনেমাটি পাইরেসির সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিষয়টি সমাধানে ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।
অভিযোগ জানানোর পর ছবিটির পাইরেসি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেক দিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেক দিন পর হলমুখী হয়েছে। সেই সঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।’
এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সিনেমাটির হলপ্রিন্ট। পাইরেসি ইস্যুতে অভিযোগ জানাতে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ে যায় সুড়ঙ্গ টিম। তাদের সঙ্গে ছিলেন এই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয়তমা’–এর প্রযোজক আরশাদ আদনান।
সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পুরো টিমের কথা হয় এবং তিনি সিনেমাটি পাইরেসির সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিষয়টি সমাধানে ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।
অভিযোগ জানানোর পর ছবিটির পাইরেসি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেক দিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেক দিন পর হলমুখী হয়েছে। সেই সঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।’
এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৩ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে