বিনোদন ডেস্ক
প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।
নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’
এ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’
প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।
নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’
এ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে