বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৩ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৩ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৬ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৯ ঘণ্টা আগে