বিনোদন ডেস্ক
গত শুক্রবার সন্ধ্যায় শাহরুখ খানের দেহরক্ষী গিয়েছিলেন এনসিবির দপ্তরে। শাহরুখ খানের হয়ে একটি খাম এনসিবির দপ্তরে পৌঁছে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার শাহরুখ খানের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানিকেও দেখা গিয়েছিল এনসিবির অফিসে।
এনসিবির মুম্বাই কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ছিলেন পূজা। জানা গেছে, তিনিও এনসিবি কর্মকর্তাদের হাতে বেশ কিছু প্রয়োজনীয় কাগজ দিয়েছেন। বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শাহরুখের ম্যানেজার বা দেহরক্ষী। প্রশ্ন উঠেছে, বারবার এমন কী কাগজপত্র দিচ্ছেন শাহরুখের কাছের মানুষেরা। অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর দিনই শাহরুখের বাসভবন মান্নতে হাজির হয়েছিলেন এনসিবির অফিসাররা। আরিয়ান খান-সম্পর্কিত বেশ কিছু নথিপত্র জোগাড় করতেই নাকি আচমকা মান্নতে যান তাঁরা। এনসিবির পক্ষ থেকে আরিয়ান খানের ব্যাংক অ্যাকাউন্টের নথি, মেডিকেল রিপোর্ট এবং তাঁর বিদেশযাত্রা-সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন আরিয়ান খান। দীর্ঘ সময় বিদেশে থেকেছেন শাহরুখ-গৌরীপুত্র। সেসব সম্পর্কেও তথ্য চেয়েছে এনসিবি।
আজ প্রকাশ পেয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নতুন একটি ভিডিও। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ভিডিওটি টুইটারে পোস্ট করেন। ভিডিওতে আরিয়ান খানকে মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির সঙ্গে দেখা যায়। স্বল্পসময়ের সেই ভিডিও ক্লিপটিতে আরিয়ান খানের সামনে ফোনের মতো কোনো যন্ত্র ধরে রাখতে দেখা যায় কেপি গোসাভিকে। সম্ভবত তখন কিছু একটা রেকর্ড করা হচ্ছিল। এই গোসাভি এখন পলাতক। তাঁর সহকারী দাবি করছেন, গোসাভির জীবন হুমকির মুখে। তাঁকে সাক্ষী দেওয়ার জন্য এনসিবি জোর করেছে। এমনকি আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যর বিনিময়ে ১৮ কোটি টাকার প্রস্তাব এসেছিল সমীরের পক্ষ থেকে-এমনটাও দাবি করেছেন তিনি। সমীর ওয়াংখেড়়েকে নিয়ে তিনি আতঙ্কিত বলে জানিয়েছেন প্রভাকর।
ভিডিও ও এমন চাঞ্চল্যকর স্টেটমেন্ট প্রকাশ্যে আসার পরপরই আরিয়ানের মামলা নতুন মোড় নিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক টুইট করে লেখেন, ‘সত্যমেব জয়তে'। তিনি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে এসেছেন। পদত্যাগ করুন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ে। দাবি তুলেছেন হিন্দি ছবির পরিচালক হানসল মেহতা। তাঁর বক্তব্য, ‘যত দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়, তত দিন পর্যন্ত কাজ থেকে অব্যাহতি নিন সমীর। নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় কি কেবল কারাবন্দি মানুষদেরই?’ রোববার টুইটারে এমনই বার্তা দিয়েছেন হানসল।
গোসাভি-ই সেই ব্যক্তি, যিনি এনসিবির হেফাজতে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন। তিনি দপ্তরেরই কেউ কি না, তা নিয়ে বিতর্ক উঠলে এনসিবি অস্বীকার করে। বরং কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরা হয়। ঘটনার পর থেকেই পলাতক কিরণ।
গ্রেপ্তারের পর দুই দফায় এনসিবি হেফাজতে ছিলেন আরিয়ান। ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দী শাহরুখপুত্র। কমপক্ষে ২৬ অক্টোবর পর্যন্ত এই জেলেই বন্দী থাকবেন তিনি।
গত শুক্রবার সন্ধ্যায় শাহরুখ খানের দেহরক্ষী গিয়েছিলেন এনসিবির দপ্তরে। শাহরুখ খানের হয়ে একটি খাম এনসিবির দপ্তরে পৌঁছে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার শাহরুখ খানের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানিকেও দেখা গিয়েছিল এনসিবির অফিসে।
এনসিবির মুম্বাই কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ছিলেন পূজা। জানা গেছে, তিনিও এনসিবি কর্মকর্তাদের হাতে বেশ কিছু প্রয়োজনীয় কাগজ দিয়েছেন। বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শাহরুখের ম্যানেজার বা দেহরক্ষী। প্রশ্ন উঠেছে, বারবার এমন কী কাগজপত্র দিচ্ছেন শাহরুখের কাছের মানুষেরা। অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর দিনই শাহরুখের বাসভবন মান্নতে হাজির হয়েছিলেন এনসিবির অফিসাররা। আরিয়ান খান-সম্পর্কিত বেশ কিছু নথিপত্র জোগাড় করতেই নাকি আচমকা মান্নতে যান তাঁরা। এনসিবির পক্ষ থেকে আরিয়ান খানের ব্যাংক অ্যাকাউন্টের নথি, মেডিকেল রিপোর্ট এবং তাঁর বিদেশযাত্রা-সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন আরিয়ান খান। দীর্ঘ সময় বিদেশে থেকেছেন শাহরুখ-গৌরীপুত্র। সেসব সম্পর্কেও তথ্য চেয়েছে এনসিবি।
আজ প্রকাশ পেয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নতুন একটি ভিডিও। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ভিডিওটি টুইটারে পোস্ট করেন। ভিডিওতে আরিয়ান খানকে মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভির সঙ্গে দেখা যায়। স্বল্পসময়ের সেই ভিডিও ক্লিপটিতে আরিয়ান খানের সামনে ফোনের মতো কোনো যন্ত্র ধরে রাখতে দেখা যায় কেপি গোসাভিকে। সম্ভবত তখন কিছু একটা রেকর্ড করা হচ্ছিল। এই গোসাভি এখন পলাতক। তাঁর সহকারী দাবি করছেন, গোসাভির জীবন হুমকির মুখে। তাঁকে সাক্ষী দেওয়ার জন্য এনসিবি জোর করেছে। এমনকি আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যর বিনিময়ে ১৮ কোটি টাকার প্রস্তাব এসেছিল সমীরের পক্ষ থেকে-এমনটাও দাবি করেছেন তিনি। সমীর ওয়াংখেড়়েকে নিয়ে তিনি আতঙ্কিত বলে জানিয়েছেন প্রভাকর।
ভিডিও ও এমন চাঞ্চল্যকর স্টেটমেন্ট প্রকাশ্যে আসার পরপরই আরিয়ানের মামলা নতুন মোড় নিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক টুইট করে লেখেন, ‘সত্যমেব জয়তে'। তিনি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে এসেছেন। পদত্যাগ করুন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ে। দাবি তুলেছেন হিন্দি ছবির পরিচালক হানসল মেহতা। তাঁর বক্তব্য, ‘যত দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়, তত দিন পর্যন্ত কাজ থেকে অব্যাহতি নিন সমীর। নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় কি কেবল কারাবন্দি মানুষদেরই?’ রোববার টুইটারে এমনই বার্তা দিয়েছেন হানসল।
গোসাভি-ই সেই ব্যক্তি, যিনি এনসিবির হেফাজতে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন। তিনি দপ্তরেরই কেউ কি না, তা নিয়ে বিতর্ক উঠলে এনসিবি অস্বীকার করে। বরং কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরা হয়। ঘটনার পর থেকেই পলাতক কিরণ।
গ্রেপ্তারের পর দুই দফায় এনসিবি হেফাজতে ছিলেন আরিয়ান। ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দী শাহরুখপুত্র। কমপক্ষে ২৬ অক্টোবর পর্যন্ত এই জেলেই বন্দী থাকবেন তিনি।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৬ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৬ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে