বিনোদন ডেস্ক
‘মিস ইউনিভার্স’ হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে পা ফেলেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর পর্দায় নিজের অভিনয়শৈলীতে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনি ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কার। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড় পর্দায় দেখা যেত না তাঁকে। এরপর ২০১০-এর পর প্রায় ১০ বছর বড় পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ফের অভিনেত্রী হিসেবেই ফিরলেন সুস্মিতা। তবে বড় পর্দায় নয়, হাজির হলেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, যে ধরনের সিনেমা ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন, সেরকম প্রস্তাব তাঁর কাছে আসছিল না। অতএব বাধ্য হয়েই তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
সুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘অভিনয় থেকে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল ক্যারিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড় পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এ ক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি, নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।'
‘মিস ইউনিভার্স’ হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে পা ফেলেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর পর্দায় নিজের অভিনয়শৈলীতে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনি ঝুলিতে ভরেছেন একাধিক পুরস্কার। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড় পর্দায় দেখা যেত না তাঁকে। এরপর ২০১০-এর পর প্রায় ১০ বছর বড় পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। বছরখানেক আগে ফের অভিনেত্রী হিসেবেই ফিরলেন সুস্মিতা। তবে বড় পর্দায় নয়, হাজির হলেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, যে ধরনের সিনেমা ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন, সেরকম প্রস্তাব তাঁর কাছে আসছিল না। অতএব বাধ্য হয়েই তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
সুচরিতা ত্যাগীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘অভিনয় থেকে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল ক্যারিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড় পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এ ক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি, নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।'
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে