বিনোদন ডেস্ক
গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ভারতের ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নেন দক্ষিণী এই তারকা।
প্রথম তেলুগু অভিনেতা হিসেবে আল্লু অর্জুন পেয়েছেন সেরা অভিনেতার এই সম্মান। পুরস্কার পাওয়ার পরই এই আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ‘পুষ্পা’ টিমের সঙ্গে। জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরে আবেগে ভাসতে দেখা গেল আল্লুকে।
আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ‘পুষ্পার জন্য যে সাফল্য তুমি পাচ্ছ, তুমি তার যোগ্য, অনেক শুভেচ্ছা’। জবাবে আল্লু লিখেছেন, ‘মন থেকে এই শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ, আমি ধন্য ও আপ্লুত’।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী। এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ভারতের ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নেন দক্ষিণী এই তারকা।
প্রথম তেলুগু অভিনেতা হিসেবে আল্লু অর্জুন পেয়েছেন সেরা অভিনেতার এই সম্মান। পুরস্কার পাওয়ার পরই এই আনন্দ তিনি ভাগ করে নিয়েছেন ‘পুষ্পা’ টিমের সঙ্গে। জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরে আবেগে ভাসতে দেখা গেল আল্লুকে।
আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ‘পুষ্পার জন্য যে সাফল্য তুমি পাচ্ছ, তুমি তার যোগ্য, অনেক শুভেচ্ছা’। জবাবে আল্লু লিখেছেন, ‘মন থেকে এই শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ, আমি ধন্য ও আপ্লুত’।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।
‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী। এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৩ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে