বিনোদন ডেস্ক
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
প্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
২ ঘণ্টা আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৭ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৯ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৯ ঘণ্টা আগে