বিনোদন ডেস্ক
বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’
সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’
সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’
সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’
সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৩ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৩ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৭ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
১০ ঘণ্টা আগে