বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। মুক্তি সামনে রেখে গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। এই গান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। এমনকি পাঠান বয়কটের ডাকও উঠেছে ভারতে। এই পরিস্থিতিতে সমালোচকদের একাংশ গানটির খুঁত খুঁজে বের করলেন। এই গানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। সুরকার বিশাল ও শেখরের বিরুদ্ধে ফরাসি গানের সুর নকলের অভিযোগ উঠেছে।
গান আসার ঘোষণার সময় থেকেই গানটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম রং’ গানটি। কুমারের লেখা গানটির সুর করেছেন বিশাল ও শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও ও কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ মিলিয়েছেন। কিন্তু মুক্তির পরেই এটা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ উঠেছে গানের শুরুতে যে সুরটি ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের ‘মাকেবা’ গান থেকে চুরি করা হয়েছে। অনেকে আবার গানের আবহের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির মিল খুঁজেছেন। আলোচনা সমালোচনার পরেও মুক্তির মাত্র তিন দিনে তিন কোটি ত্রিশ লাখেরও বেশি মানুষ দেখেছে গানটি।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি ‘পাঠানে’ তার সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমার টিজার। যেখানে সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন বলিউড বাদশা। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে। টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। আগামী বছর এর ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের গান ‘মাকেবা’
বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। মুক্তি সামনে রেখে গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। এই গান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। এমনকি পাঠান বয়কটের ডাকও উঠেছে ভারতে। এই পরিস্থিতিতে সমালোচকদের একাংশ গানটির খুঁত খুঁজে বের করলেন। এই গানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। সুরকার বিশাল ও শেখরের বিরুদ্ধে ফরাসি গানের সুর নকলের অভিযোগ উঠেছে।
গান আসার ঘোষণার সময় থেকেই গানটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম রং’ গানটি। কুমারের লেখা গানটির সুর করেছেন বিশাল ও শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও ও কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ মিলিয়েছেন। কিন্তু মুক্তির পরেই এটা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ উঠেছে গানের শুরুতে যে সুরটি ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের ‘মাকেবা’ গান থেকে চুরি করা হয়েছে। অনেকে আবার গানের আবহের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির মিল খুঁজেছেন। আলোচনা সমালোচনার পরেও মুক্তির মাত্র তিন দিনে তিন কোটি ত্রিশ লাখেরও বেশি মানুষ দেখেছে গানটি।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি ‘পাঠানে’ তার সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমার টিজার। যেখানে সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন বলিউড বাদশা। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে। টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। আগামী বছর এর ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের গান ‘মাকেবা’
তারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
২৫ মিনিট আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৫ ঘণ্টা আগেনয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
১৮ ঘণ্টা আগেগানের ফাঁকে পানি খাওয়ার জন্য কয়েক মুহূর্তের বিরতি নিয়েছেন আয়ুষ্মান। এমন সময় হঠাৎ এক ভক্ত ডলারের বান্ডিল ছুড়ে দেন গায়কের দিকে। ঘটনার আকস্মিকতায় হতবাক আয়ুষ্মান।
১৮ ঘণ্টা আগে