বিনোদন ডেস্ক
বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।
বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।
৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।
ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।
বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।
বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।
৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।
ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৬ মিনিট আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
১৫ মিনিট আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১১ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৩ ঘণ্টা আগে