বিনোদন ডেস্ক
কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
৫ ঘণ্টা আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
১২ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১ দিন আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১ দিন আগে