বিনোদন ডেস্ক
মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বক্স অফিসে চলছে শাহরুখের জওয়ান সিনেমার দাপট। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এমন সময় শাহরুখের একাধিক পুরোনো ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার কৌন বনেগা ক্রোড়পতির একটি পুরোনো ভিডিও হয়েছে ভাইরাল। সেখানেই বলিউড বাদশাহকে তাঁর বাবার স্মৃতিচারণ করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে সেই শোতে আলাপচারিতায় শাহরুখ খান বলেন, তাঁর বাবা তাঁকে অবশ্যই তিনটি জায়গা দেখতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, শাহরুখ তুমি পৃথিবীর তিনটি জায়গা অবশ্যই যাবে, ইস্তাম্বুল, রোম এবং কাশ্মীর।
শাহরুখের কথায়, ‘আমার বাবা মা কাশ্মীরি ছিলেন। তো উনি আমাকে একবার বলেছিলেন যে আমি থাকি বা না থাকি জীবনে অন্তত তিনটি জায়গায় অবশ্যই যেও। ইস্তাম্বুল অবশ্যই যেও, ইতালির রোমে যেও। এবং কাশ্মীরে যেও। তবে বাকি দুটো জায়গা আমাকে ছাড়া গেলেও কাশ্মীর আমাকে ছাড়া কখনো যেও না।’
খুব অল্প বয়সেই শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ মারা যান। সেই কথা মনে করিয়ে শাহরুখ বলেন, ‘আমার বাবা অনেক অল্প বয়সেই চলে যান। আমি গোটা দুনিয়া ঘুরেছি কিন্তু কাশ্মীর কখনো যাইনি। অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনো যাইনি। আমার বন্ধুরা যাওয়ার কথা বলেছিল, বাড়ির সবাই সেখানে বেড়াতে গেছে, কিন্তু আমি যাইনি কখনো। আমার বাবা আমাকে বলেছিল উনি আমাকে কাশ্মীর ঘুরিয়ে দেখাবেন।’
উল্লেখ্য, এবার অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করছেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়। এর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বক্স অফিসে চলছে শাহরুখের জওয়ান সিনেমার দাপট। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এমন সময় শাহরুখের একাধিক পুরোনো ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার কৌন বনেগা ক্রোড়পতির একটি পুরোনো ভিডিও হয়েছে ভাইরাল। সেখানেই বলিউড বাদশাহকে তাঁর বাবার স্মৃতিচারণ করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে সেই শোতে আলাপচারিতায় শাহরুখ খান বলেন, তাঁর বাবা তাঁকে অবশ্যই তিনটি জায়গা দেখতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, শাহরুখ তুমি পৃথিবীর তিনটি জায়গা অবশ্যই যাবে, ইস্তাম্বুল, রোম এবং কাশ্মীর।
শাহরুখের কথায়, ‘আমার বাবা মা কাশ্মীরি ছিলেন। তো উনি আমাকে একবার বলেছিলেন যে আমি থাকি বা না থাকি জীবনে অন্তত তিনটি জায়গায় অবশ্যই যেও। ইস্তাম্বুল অবশ্যই যেও, ইতালির রোমে যেও। এবং কাশ্মীরে যেও। তবে বাকি দুটো জায়গা আমাকে ছাড়া গেলেও কাশ্মীর আমাকে ছাড়া কখনো যেও না।’
খুব অল্প বয়সেই শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ মারা যান। সেই কথা মনে করিয়ে শাহরুখ বলেন, ‘আমার বাবা অনেক অল্প বয়সেই চলে যান। আমি গোটা দুনিয়া ঘুরেছি কিন্তু কাশ্মীর কখনো যাইনি। অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনো যাইনি। আমার বন্ধুরা যাওয়ার কথা বলেছিল, বাড়ির সবাই সেখানে বেড়াতে গেছে, কিন্তু আমি যাইনি কখনো। আমার বাবা আমাকে বলেছিল উনি আমাকে কাশ্মীর ঘুরিয়ে দেখাবেন।’
উল্লেখ্য, এবার অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করছেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়। এর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৫ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৬ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৭ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২১ ঘণ্টা আগে