বিনোদন ডেস্ক
চার বছর পর ‘পাঠান’ দিয়ে শাহরুখ খানের প্রত্যাবর্তন বক্স অফিসে ঝড় তুলেছে। সামনে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরও একটি বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি সিনেমাটি পরিচালনা করেছেন। পরিচালক সিনেমাটিতে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার শেয়ার করেছেন নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে দেওয়া সাক্ষাৎকারে হিরানি শাহরুখের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছেন।
নির্মাতা জানান, ‘ডানকি’ অনেক হাই পারফরম্যান্সের সিনেমা। সিনেমাটিতে অনেক সংলাপ আছেন ও দীর্ঘ দৃশ্য আছে। তবে আমি অবাকই হয়েছি যে শাহরুখের জন্য কঠিন বলে কিছুই নেই। বড় বড় সংলাপ তিনি মুখস্থ করে ফেলতেন মুহূর্তেই।’
ইন্ডিয়া টুডে-তে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার হিরানি আরও বলেন, ‘শাহরুখ তাঁর বাড়ি থেকে একবার একটি দৃশ্যের ভিডিও তৈরি করে আমাকে পাঠান। তিনি একটি দৃশ্য অন্তত ১৫ ভাবে করতে পারেন! শুটিং সেটে যাওয়ার আগে আমি জানি তিনি কী করতে যাচ্ছেন। মাঝে মাঝে আমি কোনো দৃশ্যের জন্য যখন দুই দিন সময় রাখি, আর তিনি তা দুই ঘণ্টায় তা করে দেন। সত্যিই তিনি একজন প্রাণবন্ত মানুষ। নিজের ভাষার ওপর তার দারুণ দখল। ভোর সাতটায় শুটে এসে তিনি আমাকে চমকে দিতেন।’
নির্মাতা আরও বলেন, ‘শাহরুখ জানেন যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাই আমাকে বেশি রাতে ফোন করেন না তিনি। নিজের টিমকে সব সময় আনন্দে রাখেন শাহরুখ। একসঙ্গে খাওয়াদাওয়া করেন, পার্টি করেন। শাহরুখের জন্য তারা পরিবারের মতো। তাঁর সঙ্গে আরও আগে কাজ করার সুযোগ পেলে আমার জন্য অনেক ভালো হতো।’
শাহরুখ খান এ বছরের জানুয়ারিতে ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন। বলিউড বাদশাহ ‘ডানকি’ ছাড়াও তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর শুটিংয়েও ব্যস্ত আছেন। মুক্তির জন্য প্রায় প্রস্তুত ‘জওয়ান’। দক্ষিণের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটি আগামী ২ জুন মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য রাজকুমার হিরানি শেষ নির্মাণ করেন সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমা ‘সঞ্জু’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ বানিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন এই নির্মাতা।
চার বছর পর ‘পাঠান’ দিয়ে শাহরুখ খানের প্রত্যাবর্তন বক্স অফিসে ঝড় তুলেছে। সামনে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরও একটি বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি সিনেমাটি পরিচালনা করেছেন। পরিচালক সিনেমাটিতে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার শেয়ার করেছেন নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে দেওয়া সাক্ষাৎকারে হিরানি শাহরুখের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছেন।
নির্মাতা জানান, ‘ডানকি’ অনেক হাই পারফরম্যান্সের সিনেমা। সিনেমাটিতে অনেক সংলাপ আছেন ও দীর্ঘ দৃশ্য আছে। তবে আমি অবাকই হয়েছি যে শাহরুখের জন্য কঠিন বলে কিছুই নেই। বড় বড় সংলাপ তিনি মুখস্থ করে ফেলতেন মুহূর্তেই।’
ইন্ডিয়া টুডে-তে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার হিরানি আরও বলেন, ‘শাহরুখ তাঁর বাড়ি থেকে একবার একটি দৃশ্যের ভিডিও তৈরি করে আমাকে পাঠান। তিনি একটি দৃশ্য অন্তত ১৫ ভাবে করতে পারেন! শুটিং সেটে যাওয়ার আগে আমি জানি তিনি কী করতে যাচ্ছেন। মাঝে মাঝে আমি কোনো দৃশ্যের জন্য যখন দুই দিন সময় রাখি, আর তিনি তা দুই ঘণ্টায় তা করে দেন। সত্যিই তিনি একজন প্রাণবন্ত মানুষ। নিজের ভাষার ওপর তার দারুণ দখল। ভোর সাতটায় শুটে এসে তিনি আমাকে চমকে দিতেন।’
নির্মাতা আরও বলেন, ‘শাহরুখ জানেন যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাই আমাকে বেশি রাতে ফোন করেন না তিনি। নিজের টিমকে সব সময় আনন্দে রাখেন শাহরুখ। একসঙ্গে খাওয়াদাওয়া করেন, পার্টি করেন। শাহরুখের জন্য তারা পরিবারের মতো। তাঁর সঙ্গে আরও আগে কাজ করার সুযোগ পেলে আমার জন্য অনেক ভালো হতো।’
শাহরুখ খান এ বছরের জানুয়ারিতে ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন। বলিউড বাদশাহ ‘ডানকি’ ছাড়াও তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর শুটিংয়েও ব্যস্ত আছেন। মুক্তির জন্য প্রায় প্রস্তুত ‘জওয়ান’। দক্ষিণের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটি আগামী ২ জুন মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য রাজকুমার হিরানি শেষ নির্মাণ করেন সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমা ‘সঞ্জু’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ বানিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন এই নির্মাতা।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১১ ঘণ্টা আগে