বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক বছর আগে অনুপম খেরের শোতে জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এরপর তাঁর অনেক ভক্ত তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। এবার প্রকাশ পেয়েছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ যখন কলেজের ছাত্র, সে সময় তিনি এটি লিখেছিলেন। প্রকাশের পরই শাহরুখের লেখা নিয়ে তাঁর অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছয় পৃষ্ঠার চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন শাহরুখ। চিঠির একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘আমার যত দূর মনে পড়ে, একটি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম হয়। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’
শৈশবে তিনি কেমন দিন কাটিয়েছেন, তা জানিয়েছেন চিঠিতে, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়েদের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো’—নিজের শৈশব সম্পর্কে এমনই ধারণা দিয়েছেন শাহরুখ।
চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’
শাহরুখের এসব লেখা দেখেই তাঁর অনেক ভক্ত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা ভাগ্যবান, বাদশাহর শৈশবকে পেয়েছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’
বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক বছর আগে অনুপম খেরের শোতে জানিয়েছিলেন তাঁর ‘গোপন ডায়েরি’র কথা। এরপর তাঁর অনেক ভক্ত তাঁকে আত্মজীবনী লিখতে বলেন। এবার প্রকাশ পেয়েছে শাহরুখের নিজের হাতে লেখা ডায়েরির ছয়টি পাতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখ যখন কলেজের ছাত্র, সে সময় তিনি এটি লিখেছিলেন। প্রকাশের পরই শাহরুখের লেখা নিয়ে তাঁর অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছয় পৃষ্ঠার চিঠিতে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন শাহরুখ। চিঠির একটি অংশে শাহরুখ লিখেছেন, ‘আমার যত দূর মনে পড়ে, একটি দুর্দান্ত শৈশব কাটিয়েছি। স্বাভাবিকভাবে জন্ম দেওয়া মায়ের দ্বিতীয় সন্তান আমি। বোনের পাঁচ বছর পর আমার জন্ম হয়। আমার শৈশব ছিল পাড়ার আর দশটা শিশুর মতোই।’
শৈশবে তিনি কেমন দিন কাটিয়েছেন, তা জানিয়েছেন চিঠিতে, ‘পাঁচ বছর বয়সের অন্য বাচ্চাদের মতো মানবথালি স্কুলের মেয়েদের দিকে চোখ টেপা, আন্টিদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়া, “চাক্কে পে চাক্কা” গানের তালে নেচে বেড়ানো’—নিজের শৈশব সম্পর্কে এমনই ধারণা দিয়েছেন শাহরুখ।
চিঠির একটি অংশে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথাও লিখেছেন শাহরুখ, ‘স্কুলেই অভিনয়ের সঙ্গে পরিচিত হই। আমি বরাবরই মানুষকে নকল করতে ওস্তাদ ছিলাম। হেমা মালিনী, দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বাব্বরদের নকল করতাম।’
শাহরুখের এসব লেখা দেখেই তাঁর অনেক ভক্ত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমরা ভাগ্যবান, বাদশাহর শৈশবকে পেয়েছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এ তো স্বর্ণখনি। এমন দারুণ স্মৃতিচারণা!’
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৩ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৩ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৭ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
১০ ঘণ্টা আগে