বিনোদন ডেস্ক
অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। ধীরে ধীরে ছন্দে ফিরছে বলিউড।
আগামী ২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে। করোনাবিধি মেনে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এ নিয়ে শিগগিরই নোটিশ জারি করে করোনাবিধি প্রকাশ করা হবে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে, পরিচালক রোহিত শেঠি, কুণাল কাপুর, নাট্যব্যক্তিত্ব মকরন্দ দেশপান্ডেসহ আরও বেশ কয়েকজন মারাঠি শিল্পী। বৈঠকের পরই হল খোলার ঘোষণা আসে।
হল খোলার ঘোষণার পরপরই একাধিক ছবির মুক্তির তারিখ ঘোষণা হলো। পুরো বলিউড যেন হল খোলার দিনটির প্রতীক্ষায় উন্মুখ হয়ে ছিল। একটার পর একটা ছবি মুক্তির তারিখ ঘোষণা করছে তারা।
পরিচালক রোহিত শেঠির বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’। করোনার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে দিলেন পরিচালক। রোহিত জানান, এই বছরের দিওয়ালিতেই মুক্তি পাবে অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। অক্ষয়ের ‘রাম সেতু’ মুক্তি পাবে আগামী বছর দিওয়ালিতে। ঘোষণা হলো এই বছরের ক্রিসমাসে মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’, পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। যশরাজ ফিল্মস চারটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে সাইফ আলী খান, রানী মুখার্জি, সিদ্ধার্থ চতুর্বেদির ‘বান্টি অউর বাবলি’ মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। অক্ষয়-সঞ্জয় দত্তের ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে ২০২২ সালের ২১ জানুয়ারি। রণবীর সিং-এর ‘জায়েশভাই জোরদার’, ছবিতে দক্ষিণী তারকা অভিনেত্রী শালিনি পান্ডেও আছেন। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। রণবীর কাপুরের ‘শমসেরা’ মুক্তি পাবে আগামী বছর ১৮ মার্চ।
প্রযোজক সাজিদ নাদিওয়ালাও তাঁর তিন ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। এর মধ্যে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে সুনীল শেঠির ছেলে আহানের ‘তাড়াপ’, আগামী বছরের ৪ মার্চ মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’ ও ৬ মে টাইগার শ্রুফের ‘হিরোপান্তি ২’।
এদিকে শহীদ কাপুরের ‘জার্সি’ মুক্তি দেওয়া হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির তারিখ পিছিয়েছে। অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের ‘মে ডে’ ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তি পাবে। কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাবে ২০২২ সালের ২৫ মার্চ।
অক্ষয় কুমার থেকে সালমান খান, রণবীর সিং এবং দীপিকা থেকে কঙ্গনা, আলিয়া ভাট সবার নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। হল খুলে যাওয়ায় ভক্তরা আবারও তাঁদের প্রিয় তারকার ছবি দেখতে সিনেমা হলে ভিড় জমাবেন, আবারও মুখর হবে প্রতিটি হল—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। ধীরে ধীরে ছন্দে ফিরছে বলিউড।
আগামী ২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে। করোনাবিধি মেনে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এ নিয়ে শিগগিরই নোটিশ জারি করে করোনাবিধি প্রকাশ করা হবে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে, পরিচালক রোহিত শেঠি, কুণাল কাপুর, নাট্যব্যক্তিত্ব মকরন্দ দেশপান্ডেসহ আরও বেশ কয়েকজন মারাঠি শিল্পী। বৈঠকের পরই হল খোলার ঘোষণা আসে।
হল খোলার ঘোষণার পরপরই একাধিক ছবির মুক্তির তারিখ ঘোষণা হলো। পুরো বলিউড যেন হল খোলার দিনটির প্রতীক্ষায় উন্মুখ হয়ে ছিল। একটার পর একটা ছবি মুক্তির তারিখ ঘোষণা করছে তারা।
পরিচালক রোহিত শেঠির বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’। করোনার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে দিলেন পরিচালক। রোহিত জানান, এই বছরের দিওয়ালিতেই মুক্তি পাবে অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। অক্ষয়ের ‘রাম সেতু’ মুক্তি পাবে আগামী বছর দিওয়ালিতে। ঘোষণা হলো এই বছরের ক্রিসমাসে মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’, পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। যশরাজ ফিল্মস চারটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে সাইফ আলী খান, রানী মুখার্জি, সিদ্ধার্থ চতুর্বেদির ‘বান্টি অউর বাবলি’ মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। অক্ষয়-সঞ্জয় দত্তের ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে ২০২২ সালের ২১ জানুয়ারি। রণবীর সিং-এর ‘জায়েশভাই জোরদার’, ছবিতে দক্ষিণী তারকা অভিনেত্রী শালিনি পান্ডেও আছেন। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি। রণবীর কাপুরের ‘শমসেরা’ মুক্তি পাবে আগামী বছর ১৮ মার্চ।
প্রযোজক সাজিদ নাদিওয়ালাও তাঁর তিন ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। এর মধ্যে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে সুনীল শেঠির ছেলে আহানের ‘তাড়াপ’, আগামী বছরের ৪ মার্চ মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’ ও ৬ মে টাইগার শ্রুফের ‘হিরোপান্তি ২’।
এদিকে শহীদ কাপুরের ‘জার্সি’ মুক্তি দেওয়া হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির তারিখ পিছিয়েছে। অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের ‘মে ডে’ ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তি পাবে। কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাবে ২০২২ সালের ২৫ মার্চ।
অক্ষয় কুমার থেকে সালমান খান, রণবীর সিং এবং দীপিকা থেকে কঙ্গনা, আলিয়া ভাট সবার নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। হল খুলে যাওয়ায় ভক্তরা আবারও তাঁদের প্রিয় তারকার ছবি দেখতে সিনেমা হলে ভিড় জমাবেন, আবারও মুখর হবে প্রতিটি হল—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪৩ মিনিট আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৬ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে