বিনোদন ডেস্ক
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
৫ ঘণ্টা আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
১৩ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১ দিন আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১ দিন আগে