বিনোদন ডেস্ক
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১৭ মিনিট আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
২ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৬ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগে