বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এবার এক প্রযোজকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, জারি হয়েছে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমিশাকে সমন পাঠালেও তিনি আদালতে এত দিন হাজির হননি।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।
তবে এ বিষয়ে আমিশা প্যাটেল কিংবা তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। এবার এক প্রযোজকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, জারি হয়েছে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আমিশাকে সমন পাঠালেও তিনি আদালতে এত দিন হাজির হননি।
আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর অভিযোগ, আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ শিরোনামে একটি সিনেমার জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রযোজকের দাবি, তিনি সিনেমাটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে ২.৫ কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
আমিশা প্রযোজককে জানিয়েছিলেন, সিনেমাটি শেষ হওয়ার পর সুদ-আসলে সব ফেরত দেবেন। তবে ২০১৮ সালে তাকে ২.৫ কোটি রুপি ও ৫০ লাখ রুপির দুটি চেক দিলেও তা বাউন্স হয়। এ ঘটনার পরই আমিশা ও তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেছেন প্রযোজক অজয় কুমার সিং।
তবে এ বিষয়ে আমিশা প্যাটেল কিংবা তাঁর ব্যবসায়িক পার্টনার ক্রণালের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
৩ ঘণ্টা আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
১০ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১ দিন আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১ দিন আগে