বিনোদন ডেস্ক
আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’
আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১১ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১১ ঘণ্টা আগে