বিনোদন ডেস্ক
সাত বছর পর পরিচালনায় ফিরে যেন ম্যাজিক দেখাচ্ছেন করণ জোহর। তাঁর সিনেমা ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’ দাপট দেখাচ্ছে বক্স অফিসে। সিনেমাটির এই সাফল্যে আবারও পরিচালনায় নিয়মিত হচ্ছেন করণ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খুব শিগগির পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন করণ। আর সিনেমাটিতে বিশেষ চমক হিসেবে রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান।
জোয়া আখতারের পরিচালনায় মুক্তি পাবে সুহানার ‘দ্য আর্চিস’। টিজারও ইতিমধ্যেই দেখেছেন দর্শক। তবে অনেকে অবাক হয়েছিলেন জোয়ার হাত ধরে সুহানার বলিউড অভিষেকের সংবাদে। অনেকে ভেবেছিলেন, আলিয়া, অনন্যাদের মতো বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়ে সুহানাকেও বলিউডে লঞ্চ করাবেন করণ। তবে একটু দেরিতে হলেও এবার করণ জোহরের হাত ধরতে চলেছেন সুহানা।
মাস কয়েক আগে শোনা গিয়েছিল, ‘দ্য আর্চিস’-এর পর সিদ্ধার্থ আনন্দের সিনেমায় দেখা যাবে সুহানাকে। পাঠান পরিচালকের সেই ছবিতে থাকবেন শাহরুখ খানও। তবে এবার জানা যাচ্ছে, প্ল্যানে বদল এসেছে। সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিসে পা দেবেন সুহানা।
প্রাথমিক পর্যায়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির। করণ-সুহানা জুটিকে দেখতে শুধু দর্শক নয়, উদ্দীপিত পুরো বলিউড।
প্রসঙ্গত, আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’। দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা। মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
সাত বছর পর পরিচালনায় ফিরে যেন ম্যাজিক দেখাচ্ছেন করণ জোহর। তাঁর সিনেমা ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’ দাপট দেখাচ্ছে বক্স অফিসে। সিনেমাটির এই সাফল্যে আবারও পরিচালনায় নিয়মিত হচ্ছেন করণ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খুব শিগগির পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন করণ। আর সিনেমাটিতে বিশেষ চমক হিসেবে রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান।
জোয়া আখতারের পরিচালনায় মুক্তি পাবে সুহানার ‘দ্য আর্চিস’। টিজারও ইতিমধ্যেই দেখেছেন দর্শক। তবে অনেকে অবাক হয়েছিলেন জোয়ার হাত ধরে সুহানার বলিউড অভিষেকের সংবাদে। অনেকে ভেবেছিলেন, আলিয়া, অনন্যাদের মতো বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়ে সুহানাকেও বলিউডে লঞ্চ করাবেন করণ। তবে একটু দেরিতে হলেও এবার করণ জোহরের হাত ধরতে চলেছেন সুহানা।
মাস কয়েক আগে শোনা গিয়েছিল, ‘দ্য আর্চিস’-এর পর সিদ্ধার্থ আনন্দের সিনেমায় দেখা যাবে সুহানাকে। পাঠান পরিচালকের সেই ছবিতে থাকবেন শাহরুখ খানও। তবে এবার জানা যাচ্ছে, প্ল্যানে বদল এসেছে। সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিসে পা দেবেন সুহানা।
প্রাথমিক পর্যায়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির। করণ-সুহানা জুটিকে দেখতে শুধু দর্শক নয়, উদ্দীপিত পুরো বলিউড।
প্রসঙ্গত, আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’। দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা। মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৪ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৭ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
১০ ঘণ্টা আগে