বিনোদন ডেস্ক
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ পার হয়ে গেলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ এখনো ‘তারা সিং’ এর হাতেই। দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত সিনেমাটি আয় করেছে ৪১৯ কোটি রুপি। এমনটাই জানিয়েছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
মুক্তির পরই ‘গদর ২’ সিনেমা একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে। এখনো নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে এই ছবি। গত দুই সপ্তাহর মতো তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে বেশ ভালো আয় করবেন বলেও মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা।
এক টুইটে তরুণ আদর্শ লিখেছেন, ‘অল টাইম ব্লকব্লাস্টার। দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এটি আগামীতে আরও নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করবে সিনেমাটি।’
তরুণ আদর্শের প্রকাশ করা সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে গত শুক্রবার এই সিনেমার আয় ছিল ২০.৫০ কোটি রুপি, শনিবার ৩১.০৭ কোটি রুপি, রোববার ৩৮.৯০ কোটি রুপি, সোমবার ১৩.৫০ কোটি রুপি, মঙ্গলবার ১২.১০ কোটি রুপি, বুধবার ১০ কোটি রুপি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মোট ১৩৪.৪৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর ২’ এর ঝুলিতে এসেছে ৪১৯.১০ কোটি রুপি। তবে এটা কেবল ভারতীয় বক্স অফিসের হিসেব।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৫ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৮ ঘণ্টা আগে