বিনোদন ডেস্ক
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
‘থ্রি ইডিয়টস’-খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল রক্তচাপ সংক্রান্ত সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে তিনি কিছু করার চেষ্টার সময় ওপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর সেখানেই মারা যান অখিল।
অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট সেই সময় বাড়িতে ছিলেন না, একটি প্রকল্পের শুটিংয়ের জন্য তিনি গিয়েছিলেন হায়দরাবাদ। তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ সিনেমায় গ্রন্থাগারিক দুবে-এর চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।
প্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৮ মিনিট আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৫ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৭ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৭ ঘণ্টা আগে