বিনোদন ডেস্ক
সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।
কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।
ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’
গর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।
ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।
সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।
কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।
ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’
গর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।
ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৪ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে