বিনোদন ডেস্ক
বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।
মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।
গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।
রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।
মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।
গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।
রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
১ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৮ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৮ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৮ ঘণ্টা আগে