বলিউড অভিনেতা সিদ্ধার্থের নাম করে প্রতারণা, ভক্ত খুইয়েছেন ৫০ লাখ রুপি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৫: ২৪

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী মিনু। অভিনেতার সবকিছুর খবর রাখেন তিনি। ফ্যান পেজ ও গ্রুপগুলোতে আপডেটের অপেক্ষায় থাকেন সব সময়। এক ফ্যান পেজের অ্যাডমিনদের কাছে থেকে খবর আসে, জীবন সংকটে আছেন সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারা আদভানি খুনের হুমকি দিয়ে ও কালো জাদু করে বিয়ে করেছেন তাঁকে। বর্তমানে সিদ্ধার্থ বেশ সংকটে আছেন, তাঁর টাকার খুব প্রয়োজন। প্রিয় তারকার বিপদ শুনে সঙ্গে সঙ্গে ৫০ লাখ রুপি দিয়ে দেন এ ভক্ত। কিন্তু পরে বুঝতে পারেন, তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।

প্রতারণার বিষয়টি সিদ্ধার্থ মালহোত্রারও নজরে আসে। এরপরই ভক্তদের সতর্ক করেন অভিনেতা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, আমার নাম করে সোশ্যাল মিডিয়াতে জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দাবি, তাদের সঙ্গে আমার পরিবারের যোগাযোগ আছে। আমি সবাইকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউ এই ধরনের কাজ সমর্থন করে না।’

সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: ইনস্টাগ্রামমানুষ যাতে এই ধরনের জালিয়াতিতে বিশ্বাস না করেন, সেই আবেদনও করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কারও কাছ থেকে যদি সন্দেহজনক অনুরোধ পান, অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।’

উল্লেখ্য, এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে এই জালিয়াতির কথা জানান যুক্তরাষ্ট্রের বাসিন্দা মিনু। তিনি জানান, আলিজা ও হুসনা পারভিন নামে দু’জন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাঁকে। সমস্ত গল্প বিশ্বাস করেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছিলেন সিদ্ধার্থের এ ভক্ত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত