বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৩ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৪ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৪ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৪ ঘণ্টা আগে