বিনোদন ডেস্ক
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।
অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।
বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’
অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
বলিউডের কোর্ট ড্রামা নিয়ে আলোচনা শুরু হলে প্রথমে আসে ‘জলি এলএলবি’র নাম। এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে।
এবার দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। অক্ষয় ও আরশাদের কোর্ট ড্রামায় এবার দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সোশ্যাল মিডিয়ায় খরাজ নিজেই শুটিং ফ্লোর থেকে শেয়ার করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘আজ থেকে আমার হিন্দি সিনেমার নতুন জার্নি শুরু হল।’
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। প্রথম দিনই শুটিং ফ্লোরে ছিলেন আরশাদ ওয়ার্সি। আর গত ৩০ এপ্রিল থেকে শুরু হল খরাজের অংশের শুটিং।
অক্ষয় কুমারের সঙ্গে মিশন ‘রানিগঞ্জ’ ও ‘স্পেশাল ২৬’- এ একসঙ্গে কাজ করেছেন খরাজ। কিন্তু, আরশাদ ওয়ারর্সির সঙ্গে এটাই প্রথম কাজ খরাজের।
বলিউডের পাওয়ারফুল স্টারের সঙ্গে কাজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে খরাজ মুখার্জি বললেন, ‘অক্ষয়জির সঙ্গে দুটো ছবিতে আমি কাজ করেছি। এই ছবিতে তৃতীয় কাজ। তবে আরশাদজির সঙ্গে প্রথমবার কাজ করলাম। অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা।’
অভিনেতা আরও বলেন, ‘হাই-হ্যালো দিয়ে সেটে গিয়ে সৌজন্য বিনিময় হল। তারপর বললাম, আমি কিন্তু, আপনার বিরাট ফ্যান। আমার অনেক সৌভাগ্য যখন উনি বললেন, আমিও কিন্তু, আপনার কাজ দেখেছি। সুভাষদা যখন আমাকে বললেন খরাজ মুখার্জি এই ছবিতে কাজ করছেন তখন আমি বললাম আমি ওর কাজও দেখেছি। এটা শুনে একটাই কথা বললাম, আমি গ্রেটফুল। একসঙ্গে যখন কাজ করছি যদি কোনও ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই বলবেন। আরশাদজি আমাকে সঙ্গে সঙ্গে বললেন চিন্তার কোনও কারণ নেই। যা ভুল হওয়ায় আমার তরফেই হবে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৩ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে