বিনোদন ডেস্ক
‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।
কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।
বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’
পরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’
এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।
‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।
কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।
বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’
পরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’
এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৪ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে