বিনোদন ডেস্ক
দীর্ঘ দিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিভি জানিয়েছে, নবাগত এই অভিনেত্রী তার অভিষেক চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ২০২৩ সালে এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সৌমেন্দ্র পাডি পরিচালিত চলচ্চিত্রটির নাম এখনও প্রকাশ করা হয়নি। ব্যাপক সাড়া জাগানো ‘বুধিয়া সিং: বর্ন টু রান’ চলচ্চিত্রের জন্য এই পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও শুধু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তিনি ওয়েব সিরিজ ‘জামতারা’ ১ ও ২ নির্মাণ করেছেন।
এই চলচ্চিত্রের মুখপাত্র বিনোদনের সংবাদমাধ্যম পিংক ভিলাকে বলেন, ‘ভিন্নধারার একটি গল্প দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।’
তবে আলিজের এই অভিষেক চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
অনেক দিন ধরেই বলিউডের জন্য নিজেকে প্রস্তুত করছেন আলিজে। কিংবদন্তি কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খানের কাছেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। দুই বছরের বেশি সময় ধরে অভিনয় ও নাচ শিখেছেন। তাঁর বাবা–মা ও মামা সালমানের সম্মতির ভিত্তিতেই তিনি বড় পর্দায় আসছেন।
আদরের ভাগ্নি আলিজের অভিনয়ের প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতি সব সময় পর্যবেক্ষণ করেছেন সালমান।
সালমানের বোন আলভিরা খান ও অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজে। আলিজের বাবাও বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গেও একাধিক কাজ করেছেন তিনি।
সালমানের ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ছবির প্রযোজনা করেছেন অতুল। আর আলভিরা খান সুনামধন্য ফ্যাশন ডিজাইনার।
দীর্ঘ দিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিভি জানিয়েছে, নবাগত এই অভিনেত্রী তার অভিষেক চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ২০২৩ সালে এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সৌমেন্দ্র পাডি পরিচালিত চলচ্চিত্রটির নাম এখনও প্রকাশ করা হয়নি। ব্যাপক সাড়া জাগানো ‘বুধিয়া সিং: বর্ন টু রান’ চলচ্চিত্রের জন্য এই পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও শুধু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তিনি ওয়েব সিরিজ ‘জামতারা’ ১ ও ২ নির্মাণ করেছেন।
এই চলচ্চিত্রের মুখপাত্র বিনোদনের সংবাদমাধ্যম পিংক ভিলাকে বলেন, ‘ভিন্নধারার একটি গল্প দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছেন আলিজে।’
তবে আলিজের এই অভিষেক চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
অনেক দিন ধরেই বলিউডের জন্য নিজেকে প্রস্তুত করছেন আলিজে। কিংবদন্তি কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খানের কাছেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। দুই বছরের বেশি সময় ধরে অভিনয় ও নাচ শিখেছেন। তাঁর বাবা–মা ও মামা সালমানের সম্মতির ভিত্তিতেই তিনি বড় পর্দায় আসছেন।
আদরের ভাগ্নি আলিজের অভিনয়ের প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতি সব সময় পর্যবেক্ষণ করেছেন সালমান।
সালমানের বোন আলভিরা খান ও অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজে। আলিজের বাবাও বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গেও একাধিক কাজ করেছেন তিনি।
সালমানের ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ছবির প্রযোজনা করেছেন অতুল। আর আলভিরা খান সুনামধন্য ফ্যাশন ডিজাইনার।
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দ
১৬ মিনিট আগেতারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
২ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৭ ঘণ্টা আগেনয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
২০ ঘণ্টা আগে