এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২১: ৫০
‘ঠুকরা কে মেরা পেয়ার’ সিরিজের দৃশ্য

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

কাজলরেখা (বাংলা সিনেমা)

অভিনয়: শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা

মুক্তি: ২৩ নভেম্বর, বঙ্গ

গল্পসংক্ষেপ: কিশোরী কাজলরেখাকে বনবাসে পাঠিয়ে দেয় তার বাবা। বনে গিয়ে সুচরাজার জীবন বাঁচায় কাজলরেখা। তাকে বিয়ে করতে চায় সুচরাজা। কিন্তু নিজের পরিচয় গোপন করে সুচরাজাকে বিয়ে করে কঙ্কণ দাসী।

ওমর (বাংলা সিনেমা)

মুক্তি: শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম

দেখা যাবে: ২১ নভেম্বর, চরকি

গল্পসংক্ষেপ: বড় মির্জা প্রভাবশালী ব্যক্তি। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে নাচের আসরে ছোট মির্জার সঙ্গে কথা-কাটাকাটি হয় ওমরের। ধস্তাধস্তির একপর্যায়ে মারা যায় ছোট মির্জা। লাশ লুকাতে ব্যস্ত হয়ে পড়ে বদি ও ওমর। কিন্তু শেষ রক্ষা হয় না তাদের।

ফ্রেঞ্জি (বাংলা সিরিজ)

অভিনয়: আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, আইশা খান

মুক্তি: ২০ নভেম্বর, বিঞ্জ

গল্পসংক্ষেপ: পড়ালেখা শেষ করে মা-বাবার স্বপ্ন পূরণ করতে রাজশাহী থেকে ঢাকায় আসে মুরাদ। এখানে তার একমাত্র ভরসা বন্ধু লাকি। কিন্তু লাকির স্বপ্ন শাহরুখ খানের মতো খ্যাতিমান নায়ক হওয়া। দুই বন্ধুর সঙ্গে পরিচয় হয় নিতু ও মিলার। কপিরাইটার মিলা হতে চায় লেখিকা, আর নিতু হতে চায় দেশসেরা ফ্যাশন ডিজাইনার। জীবনের নানা টানাপোড়েন, বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ আর বিষাদের গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজ।

ঠুকরা কে মেরা পেয়ার (হিন্দি সিরিজ)

অভিনয়: ধাবাল ঠাকুর, সঞ্চিতা বসু, অনিরুদ্ধ দেব

মুক্তি: ২২ নভেম্বর, ডিজনি হটস্টার

গল্পসংক্ষেপ: যেকোনো মূল্যেই কুলদীপকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় শানভিকা। কুলদীপ রাজি না থাকলেও শানভিকার জিদের কাছে হার মানে সে। কুলদীপ যখন প্রেমে অন্ধপ্রায়, তখনই বেঁকে বসে শানভিকা। পরিবারের সদস্যদের জানায়, কুলদীপই জোর করে এই সম্পর্ক গড়েছে। চরমভাবে হেনস্তা হতে হয় কুলদীপকে। এমনকি তার বাড়িঘরও পুড়িয়ে দেয় শানভিকার বাবা-ভাইয়ের ভাড়া করা গুন্ডারা। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় বছর কয়েক পরেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত