বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বেতারের সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো অভিনেত্রী ফারজানা ছবির। সময় আর সুযোগ পেলেই বেতারের নাটকে অভিনয় করেন। গত বছর থেকে মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করছেন। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন তিনি। এদিকে গতকাল ছবির স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। সব মিলে ফারজানা ছবির পরিবারে কাটছে আনন্দের সময়।
ফারজানা ছবি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। এ ছাড়া আমার স্বামী তন্ময় আজ (গতকাল) ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেন। একসঙ্গে আমাদের আনন্দের সময় কাটছে।’
নিজের শোবিজ ক্যারিয়ারের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছবি। তিনি বলেন, ‘আমি সাধারণ মানের একজন শিল্পী। কিন্তু আমার চেষ্টাগুলো আমার পরিবার সম্মান করে, ভালোবাসে। এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করে ভালো করার। পরিবারের সাপোর্ট ছাড়া হয়তো আমার পথচলা সহজ হতো না। এক সময় আমার বাবা-মা আমাকে আগলে রাখতেন, এখন আমার স্বামী সেই কাজটি করেন।’
ফারজানা ছবি গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হয়েছেন। তবে দেশের বাইরে থাকায় কাজটি শুরু করতে পারেননি। গত শুক্রবার থেকে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।
বাংলাদেশ বেতারের সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো অভিনেত্রী ফারজানা ছবির। সময় আর সুযোগ পেলেই বেতারের নাটকে অভিনয় করেন। গত বছর থেকে মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করছেন। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন তিনি। এদিকে গতকাল ছবির স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। সব মিলে ফারজানা ছবির পরিবারে কাটছে আনন্দের সময়।
ফারজানা ছবি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। এ ছাড়া আমার স্বামী তন্ময় আজ (গতকাল) ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেন। একসঙ্গে আমাদের আনন্দের সময় কাটছে।’
নিজের শোবিজ ক্যারিয়ারের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছবি। তিনি বলেন, ‘আমি সাধারণ মানের একজন শিল্পী। কিন্তু আমার চেষ্টাগুলো আমার পরিবার সম্মান করে, ভালোবাসে। এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করে ভালো করার। পরিবারের সাপোর্ট ছাড়া হয়তো আমার পথচলা সহজ হতো না। এক সময় আমার বাবা-মা আমাকে আগলে রাখতেন, এখন আমার স্বামী সেই কাজটি করেন।’
ফারজানা ছবি গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হয়েছেন। তবে দেশের বাইরে থাকায় কাজটি শুরু করতে পারেননি। গত শুক্রবার থেকে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে