অনলাইন ডেস্ক
১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
২ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে