বিনোদন ডেস্ক
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ মিনিট আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগে