শিল্পকলায় সেলিম আল দীন স্মরণোৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯: ০৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক বলা হয় সেলিম আল দীনকে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। ১৪ জানুয়ারি সেলিম আল দীনের ১৭তম প্রয়াণবার্ষিকী। বেঁচে থাকলে গত বছরের আগস্টে ৭৫ বছরে পা দিতেন তিনি। নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করতে এবং তাঁর চেতনাকে ছড়িয়ে দিতে সেলিম আল দীন সংগ্রহশালা আয়োজন করেছে সেলিম আল দীন স্মরণোৎসব ও ৭৫তম জয়ন্তী উৎসব। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই আয়োজন।

আজ বিকেল ৪টায় একাডেমির সেমিনার কক্ষে আয়োজনের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিকেল সাড়ে ৪টায় সেমিনার কক্ষে ‘প্রাতিষ্ঠানিক গবেষণা ও মূল্যায়নে সেলিম আল দীন’ শিরোনামের প্রবন্ধ পাঠ করবেন জাহারাবী রিপন। মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন ইউসুফ হাসান অর্ক ও কামরুল ইসলাম।

আগামীকাল শিল্পকলার সেমিনার কক্ষে বিকেল ৪টায় ‘সেলিম আল দীন-গবেষণা: প্রবণতা ও সম্ভাবনা’ প্রবন্ধ পাঠ করবেন লাবণ্য মণ্ডল। এদিন আলোচক হিসেবে থাকবেন হামিম কামরুল হক ও আবু সাঈদ তুলু। সভাপতিত্ব করবেন শহীদুল মামুন।

১২ জানুয়ারি বিকেল ৪টায় সেমিনার কক্ষে ‘সেলিম আল দীন: তাঁর কবিতার কথা’ প্রবন্ধ পাঠ করবেন তারিক রেজা। আলোচক থাকবেন কুদরত ই হুদা, সোহেল হাসান গালিব ও রাকিব লিখন।

বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে চলবে সেলিম আল দীনবিষয়ক তথ্য প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘ধাবমান’। নির্দেশনা দিয়েছেন আনন জামান।

সমাপনী দিন ১৩ জানুয়ারি বিকেল ৪টায় সেমিনার কক্ষে ‘জাতীয় সংস্কৃতির জাগরণে সেলিম আল দীনের ভূমিকা’ বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন আবু সাঈদ তুলু। আলোচনা করবেন অনিকেত শামীম, ইসলাম শফিক, অসীম কুমার নট্ট, সামিউন জাহান দোলা। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল হলের লবিতে চলবে সেলিম আল দীনবিষয়ক তথ্য প্রদর্শনী। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় ‘ধাবমান’ নাটকের প্রদর্শনী।

১৪ জানুয়ারি সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত