বিনোদন ডেস্ক
অবশেষে অচলাবস্থা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরল টালিউড। বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হয়েছে সিরিয়াল ও ওয়েব কনটেন্টের শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে কালারস বাংলার এক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন মল্লিক। অন্যদিকে, টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। জানা গেছে, আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হবে।
বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল। মুখোমুখি দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বিভিন্ন সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে যায় সব শুটিং। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরলো টালিপাড়ায়।
মঙ্গলবার বিকেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস। আলোচনা শেষে দেব সংবাদমাধ্যমকে জানান, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অবশেষে অচলাবস্থা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরল টালিউড। বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হয়েছে সিরিয়াল ও ওয়েব কনটেন্টের শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে কালারস বাংলার এক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন মল্লিক। অন্যদিকে, টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। জানা গেছে, আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হবে।
বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল। মুখোমুখি দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বিভিন্ন সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে যায় সব শুটিং। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরলো টালিপাড়ায়।
মঙ্গলবার বিকেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস। আলোচনা শেষে দেব সংবাদমাধ্যমকে জানান, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৩ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে