বিনোদন প্রতিবেদক
নতুন ৩০টি ব্যান্ডকে অন্তর্ভুক্ত করল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। নতুন এই ৩০ ব্যান্ডের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উপলক্ষে সোমবার চট্টগ্রামের সিআরবি শিরীষ তলায় একটি অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্থানীয় ব্যান্ডের শিল্পীরা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরও উপস্থিত ছিলেন সিএমবিএ’র সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক), সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ ও কার্যকরী সদস্যরা।
সিএমবিএ জানায়, প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভুক্তি ঘটল। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে অংশ নেয়। এই ঘটনা চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।
ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। ব্যান্ড মিউজিকের আঁতুড়ঘরখ্যাত চট্টগ্রামে ব্যান্ড মিউজিককে গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তুলতে এবং এর প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় সিএমবিএ।
সভায় সিএমবিএ-এর কার্যপ্রণালি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণচঞ্চল করে তোলার জন্য সিএমবিএ’র নেতৃস্থানীয় ব্যক্তিরা তাঁদের ভাবনাচিন্তা তুলে ধরেন।
যেসব ব্যান্ড সিএমবিএ’র রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সেগুলো হলো স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স, ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াইএসবি, রক-নট, রং পেনসিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমশন, ফানুশ, বন্দর ও অ্যামেচার।
নতুন ৩০টি ব্যান্ডকে অন্তর্ভুক্ত করল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। নতুন এই ৩০ ব্যান্ডের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উপলক্ষে সোমবার চট্টগ্রামের সিআরবি শিরীষ তলায় একটি অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্থানীয় ব্যান্ডের শিল্পীরা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরও উপস্থিত ছিলেন সিএমবিএ’র সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক), সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ ও কার্যকরী সদস্যরা।
সিএমবিএ জানায়, প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভুক্তি ঘটল। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে অংশ নেয়। এই ঘটনা চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।
ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। ব্যান্ড মিউজিকের আঁতুড়ঘরখ্যাত চট্টগ্রামে ব্যান্ড মিউজিককে গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তুলতে এবং এর প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় সিএমবিএ।
সভায় সিএমবিএ-এর কার্যপ্রণালি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণচঞ্চল করে তোলার জন্য সিএমবিএ’র নেতৃস্থানীয় ব্যক্তিরা তাঁদের ভাবনাচিন্তা তুলে ধরেন।
যেসব ব্যান্ড সিএমবিএ’র রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সেগুলো হলো স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স, ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াইএসবি, রক-নট, রং পেনসিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমশন, ফানুশ, বন্দর ও অ্যামেচার।
বিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৭ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১৩ ঘণ্টা আগে