বিনোদন প্রতিবেদক, ঢাকা
নির্যাতিত ফিলিস্তিনিদের বঞ্চনার গল্প নিয়ে প্রাচ্যনাটের পরিবেশনা ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীতে এশিয়াটিক সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
‘দ্য গাজা মনোলগস’ চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের আশতার থিয়েটার-এর একটি আন্তর্জাতিক উদ্যোগ। আশতার থিয়েটার ২০২৩ সালে ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসে বিশ্বব্যাপী থিয়েটারকর্মীদের ‘দ্য গাজা মনোলগস’ থেকে পাঠ অথবা অভিনয় করার আহ্বান জানায়।
‘দ্য গাজা মনোলগস’ ২০০৮-০৯ সালে সংঘটিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ ও সেখানকার অধিবাসীদের ট্রমাটিক অভিজ্ঞতা বর্ণনা করে তৎকালীন ফিলিস্তিনি কিশোর-কিশোরীদের লেখা স্বগত বক্তব্যের একটি সংকলন। ২০২৩ সালে এসেও তাদের বর্ণনায় উঠে আসা যন্ত্রণা ও আর্তনাদের সঙ্গে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির কোনো অমিল পাওয়া যায় না।
আশতার থিয়েটারের উদ্যোগের সঙ্গে সংহতি জানাতে প্রাচ্যনাটের পরিবেশনা–‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। এই সংহতি আয়োজনে যেমন ‘গাজা মনোলগস’-এর কিছু অংশ পাঠ করা হবে, তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘দ্য ল্যান্ড অব স্যাড অরেঞ্জেস’ থেকে অনূদিত কিছু অংশ।
কাজী তৌফিকুল ইসলাম ইমনের পরিকল্পনা ও নির্দেশনার এই পরিবেশনায় সার্বিক সহযোগিতা করছে মঙ্গলদীপ ফাউন্ডেশন।
নির্যাতিত ফিলিস্তিনিদের বঞ্চনার গল্প নিয়ে প্রাচ্যনাটের পরিবেশনা ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীতে এশিয়াটিক সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
‘দ্য গাজা মনোলগস’ চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের আশতার থিয়েটার-এর একটি আন্তর্জাতিক উদ্যোগ। আশতার থিয়েটার ২০২৩ সালে ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসে বিশ্বব্যাপী থিয়েটারকর্মীদের ‘দ্য গাজা মনোলগস’ থেকে পাঠ অথবা অভিনয় করার আহ্বান জানায়।
‘দ্য গাজা মনোলগস’ ২০০৮-০৯ সালে সংঘটিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ ও সেখানকার অধিবাসীদের ট্রমাটিক অভিজ্ঞতা বর্ণনা করে তৎকালীন ফিলিস্তিনি কিশোর-কিশোরীদের লেখা স্বগত বক্তব্যের একটি সংকলন। ২০২৩ সালে এসেও তাদের বর্ণনায় উঠে আসা যন্ত্রণা ও আর্তনাদের সঙ্গে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির কোনো অমিল পাওয়া যায় না।
আশতার থিয়েটারের উদ্যোগের সঙ্গে সংহতি জানাতে প্রাচ্যনাটের পরিবেশনা–‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। এই সংহতি আয়োজনে যেমন ‘গাজা মনোলগস’-এর কিছু অংশ পাঠ করা হবে, তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘দ্য ল্যান্ড অব স্যাড অরেঞ্জেস’ থেকে অনূদিত কিছু অংশ।
কাজী তৌফিকুল ইসলাম ইমনের পরিকল্পনা ও নির্দেশনার এই পরিবেশনায় সার্বিক সহযোগিতা করছে মঙ্গলদীপ ফাউন্ডেশন।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৩ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে