ক্যাম্পাস ডেস্ক
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০০৩ সালে ‘ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার ওপর স্নাতক কোর্স চালু করে বিশ্ববিদ্যালয়টি। সেটিই এখন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ। দেশবরেণ্য নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল-মামুন এই বিভাগের প্রতিষ্ঠাতা।
অপেক্ষাকৃত কম সচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সে জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর বিশেষ ছাড়ে ভর্তি করছে গ্রিন ইউনিভার্সিটি। ভর্তির পর পরীক্ষার ফলের ওপরও দেওয়া হচ্ছে বিশেষ বৃত্তি।
বিশেষ পরিস্থিতিতে বাসায় বসে ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসের সুযোগ পান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লার্নিং সিস্টেম ম্যানেজমেন্ট (এলএমএস) পদ্ধতির মাধ্যমে সব ধরনের আবেদন ও যোগাযোগ বাসায় বসেই সম্পন্ন করা যায়। এ ছাড়া ই-লাইব্রেরি থেকে চাহিদামাফিক ই-বুক আর ই-রিসোর্স সুবিধাও পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান ড. অলিউর রহমান বলেন, ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পাঠদানের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে ভূমিকা রাখতে চায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
ভর্তির যোগ্যতা: চার বছর মেয়াদি, অর্থাৎ ৮ সেমিস্টার ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ প্রোগ্রামে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ বা ও লেভেলে ৫টি বিষয় এবং এ লেভেলে ২টি বিষয়ে পাস হতে হবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০০৩ সালে ‘ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার ওপর স্নাতক কোর্স চালু করে বিশ্ববিদ্যালয়টি। সেটিই এখন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ। দেশবরেণ্য নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল-মামুন এই বিভাগের প্রতিষ্ঠাতা।
অপেক্ষাকৃত কম সচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষার সুযোগ পান, সে জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর বিশেষ ছাড়ে ভর্তি করছে গ্রিন ইউনিভার্সিটি। ভর্তির পর পরীক্ষার ফলের ওপরও দেওয়া হচ্ছে বিশেষ বৃত্তি।
বিশেষ পরিস্থিতিতে বাসায় বসে ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসের সুযোগ পান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লার্নিং সিস্টেম ম্যানেজমেন্ট (এলএমএস) পদ্ধতির মাধ্যমে সব ধরনের আবেদন ও যোগাযোগ বাসায় বসেই সম্পন্ন করা যায়। এ ছাড়া ই-লাইব্রেরি থেকে চাহিদামাফিক ই-বুক আর ই-রিসোর্স সুবিধাও পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান ড. অলিউর রহমান বলেন, ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পাঠদানের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে ভূমিকা রাখতে চায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
ভর্তির যোগ্যতা: চার বছর মেয়াদি, অর্থাৎ ৮ সেমিস্টার ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন’ প্রোগ্রামে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ বা ও লেভেলে ৫টি বিষয় এবং এ লেভেলে ২টি বিষয়ে পাস হতে হবে। বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। গত ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
২৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
২৬ মিনিট আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৭ ঘণ্টা আগে