সিফাত রাব্বানী
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অফুরন্ত সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে হাঙ্গেরি। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি ক্যারিয়ার গঠনেরও সুযোগ পাচ্ছেন।
১৭ ঘণ্টা আগেসংস্কৃতির গুরুত্বপূর্ণ আয়োজন হলো বিতর্ক। ক্রমেই এটি জনপ্রিয় হচ্ছে। সব প্রতিযোগিতায় জয়-পরাজয় রয়েছে। বিতর্কও এর ব্যতিক্রম নয়। একজন উঁচুমানের বিতার্কিকও পরাজয়ের সম্মুখীন হতে পারেন।
১৭ ঘণ্টা আগেআমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরু কিয়োসাকির লেখা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি ১৯৯৭ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি প্রকাশ হওয়ার পর থেকে ব্যক্তিগত আর্থিক উন্নতির বইয়ের ক্যাটাগরিতে বিশ্বের সর্বাধিক বিক্রীত হিসেবে স্বীকৃত।
১৭ ঘণ্টা আগেরাশেদ হোসেন রনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বদলে একসময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বোনা শুরু করেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে রনি সফলও হয়েছেন।
১৭ ঘণ্টা আগে