মো. সৈয়দুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বই পড়ার জনপ্রিয় সংগঠন বই বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
২০২৩ সালের ৯ নভেম্বর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করে বই বিহঙ্গ। বর্তমানে ঢাকা, জগন্নাথ ও বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও বেগম বদরুন্নেসা কলেজ এবং ফরিদপুর, বগুড়া, পাবনা জেলা শাখাসহ ১০টি শাখায় বিনা মূল্যে বই পড়ানোর সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর বিভিন্ন কার্যক্রম সফলভাবে আয়োজন করছে বই বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস উদ্যাপন করে সংগঠনটি। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই বিহঙ্গ এক হাজারের বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়া সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্র হন বই বিহঙ্গ প্রতিষ্ঠা প্যানেলের সদস্যরা। আড্ডা, স্মৃতিচারণা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজে নতুন শাখা উদ্বোধন করা হয়।
বই বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব শিকদার বলেন, ‘মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই বিহঙ্গ।’
সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবীবা বলেন, ‘বই বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাঁদের আকৃষ্ট করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বই পড়ার জনপ্রিয় সংগঠন বই বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
২০২৩ সালের ৯ নভেম্বর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করে বই বিহঙ্গ। বর্তমানে ঢাকা, জগন্নাথ ও বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও বেগম বদরুন্নেসা কলেজ এবং ফরিদপুর, বগুড়া, পাবনা জেলা শাখাসহ ১০টি শাখায় বিনা মূল্যে বই পড়ানোর সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর বিভিন্ন কার্যক্রম সফলভাবে আয়োজন করছে বই বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস উদ্যাপন করে সংগঠনটি। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই বিহঙ্গ এক হাজারের বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়া সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্র হন বই বিহঙ্গ প্রতিষ্ঠা প্যানেলের সদস্যরা। আড্ডা, স্মৃতিচারণা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজে নতুন শাখা উদ্বোধন করা হয়।
বই বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব শিকদার বলেন, ‘মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই বিহঙ্গ।’
সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবীবা বলেন, ‘বই বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাঁদের আকৃষ্ট করছে।’
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৪ ঘণ্টা আগেমেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) বা বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি (বিএমএফএ) মৎস্য শিল্প, বণিক জাহাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম শিল্পগুলোতে প্রবেশ করতে আগ্রহী ক্যাডেটদের জন্য বাংলাদেশ সরকারের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বা
১৮ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে