কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স টক’। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এবারের আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।
আয়োজক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে। গতবারের ধারাবাহিকতায় এবারও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশা ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকেরা।
টেডএক্স হলো একটি তৃণমূল উদ্যোগ, যা টেডের সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেডের চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্সের ইভেন্টগুলোর মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলো টেড নিয়ন্ত্রিত নয় কিন্তু তাঁদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হয়। কিউরেশন, স্পিকার কোচিং ও ইভেন্ট আয়োজনসহ অনেক কিছুর জন্য নির্দেশিকা দেওয়া হয়। বর্তমানে টেডএক্সের ৩ হাজারেরও বেশি ইভেন্ট বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ‘২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স টক আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউস না থাকায় ভেন্যু, একোমোডেশনসহ নানান ধরনের জটিলতায় আমাদের পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটা সফল ইভেন্ট ছিল। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫ এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্সের দ্বিতীয় ইভেন্ট। আমাদের সীমাবদ্ধতা]গুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারব, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যই না, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটা মনে রাখার মতো ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।’
টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরূপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিল টেড ইন্টারন্যাশনালের কাছে। এর মধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল। তারই মাধ্যমে কুবিতে ২য় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, টেডএক্স সিওইউ-২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদণ্ডে নিয়ে যাবে এবার।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘টেডএক্স’ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স টক’। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এবারের আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।
আয়োজক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে। গতবারের ধারাবাহিকতায় এবারও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশা ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকেরা।
টেডএক্স হলো একটি তৃণমূল উদ্যোগ, যা টেডের সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেডের চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্সের ইভেন্টগুলোর মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলো টেড নিয়ন্ত্রিত নয় কিন্তু তাঁদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হয়। কিউরেশন, স্পিকার কোচিং ও ইভেন্ট আয়োজনসহ অনেক কিছুর জন্য নির্দেশিকা দেওয়া হয়। বর্তমানে টেডএক্সের ৩ হাজারেরও বেশি ইভেন্ট বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ‘২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স টক আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউস না থাকায় ভেন্যু, একোমোডেশনসহ নানান ধরনের জটিলতায় আমাদের পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটা সফল ইভেন্ট ছিল। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫ এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্সের দ্বিতীয় ইভেন্ট। আমাদের সীমাবদ্ধতা]গুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারব, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যই না, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটা মনে রাখার মতো ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।’
টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরূপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিল টেড ইন্টারন্যাশনালের কাছে। এর মধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল। তারই মাধ্যমে কুবিতে ২য় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, টেডএক্স সিওইউ-২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদণ্ডে নিয়ে যাবে এবার।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘টেডএক্স’ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
১৭ ঘণ্টা আগেমেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) বা বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি (বিএমএফএ) মৎস্য শিল্প, বণিক জাহাজ এবং অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম শিল্পগুলোতে প্রবেশ করতে আগ্রহী ক্যাডেটদের জন্য বাংলাদেশ সরকারের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বা
১ দিন আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে