ক্যাম্পাস ডেস্ক
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দেয়াল পত্রিকা প্রদর্শন প্রতিযোগিতা ২০২৩। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে শোকাবহ আবহে স্মরণ করা হয় সদ্য প্রয়াত নবম শ্রেণির মেধাবী ছাত্রী নুসরাত জামানকে। এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মাসব্যাপী এই প্রতিযোগিতায় স্থান পায় নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে লেখা দুই শতাধিক দেয়াল পত্রিকা। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা দেয়াল পত্রিকাগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে এনেছে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সুখ, বিপন্নতা এবং দিনযাপনের গল্প। এ প্রতিযোগিতার থিম ‘আমরা নারী, আমরাই পারি’।
উদ্বোধন শেষে প্রতিটি দেয়ালিকা ঘুরে দেখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় তিনি প্রদর্শিত দেয়ালিকার বিষয় নিয়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনোজগতে লুকিয়ে থাকা প্রতিভার জাগরণ ঘটায়। মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা সারা বছর নানান সহশিক্ষা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। মাসব্যাপী দেয়ালিকা প্রতিযোগিতা এই সহশিক্ষা কার্যক্রমেরই ধারাবাহিক অংশ। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেমন একাডেমিক ক্যালেন্ডার মেনে পড়াশোনা করবে, তেমনি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী প্রদর্শনী শেষে সেরা দেয়ালিকা ২০২৩ ঘোষণা করা হবে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দেয়াল পত্রিকা প্রদর্শন প্রতিযোগিতা ২০২৩। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে শোকাবহ আবহে স্মরণ করা হয় সদ্য প্রয়াত নবম শ্রেণির মেধাবী ছাত্রী নুসরাত জামানকে। এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মাসব্যাপী এই প্রতিযোগিতায় স্থান পায় নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে লেখা দুই শতাধিক দেয়াল পত্রিকা। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা দেয়াল পত্রিকাগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে এনেছে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সুখ, বিপন্নতা এবং দিনযাপনের গল্প। এ প্রতিযোগিতার থিম ‘আমরা নারী, আমরাই পারি’।
উদ্বোধন শেষে প্রতিটি দেয়ালিকা ঘুরে দেখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় তিনি প্রদর্শিত দেয়ালিকার বিষয় নিয়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনোজগতে লুকিয়ে থাকা প্রতিভার জাগরণ ঘটায়। মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা সারা বছর নানান সহশিক্ষা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। মাসব্যাপী দেয়ালিকা প্রতিযোগিতা এই সহশিক্ষা কার্যক্রমেরই ধারাবাহিক অংশ। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেমন একাডেমিক ক্যালেন্ডার মেনে পড়াশোনা করবে, তেমনি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী প্রদর্শনী শেষে সেরা দেয়ালিকা ২০২৩ ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে যেভাবে সহজতর করে তুলছে, সেখানে বই পড়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। এখন বই পড়ার জন্য পৃষ্ঠা ওল্টানোর প্রয়োজন নেই। অডিওবুকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনকভাবে করতে পারছে।
৮ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯ তম সম্মেলনে (কপ ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা
২০ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১ দিন আগে