মমতাজ জাহান মম, ঢাকা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৬ ঘণ্টা আগেপ্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে যেভাবে সহজতর করে তুলছে, সেখানে বই পড়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। এখন বই পড়ার জন্য পৃষ্ঠা ওল্টানোর প্রয়োজন নেই। অডিওবুকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনকভাবে করতে পারছে।
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯ তম সম্মেলনে (কপ ২৯) অংশগ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বৈশ্বিক তাপমাত্রা
১৮ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১ দিন আগে