আজকের পত্রিকা ডেস্ক
প্রাণবন্ত থাকুক শিক্ষার্থীরা
শতাব্দী রায়,শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস কখনোই ঘুমায় না। ‘হিরোজ ইন হোয়াইট কোট’ হয়ে উঠতে চাওয়া তরুণদের ব্যস্ত সময় কাটে ক্লাস, ল্যাব কিংবা ওয়ার্ডে। আমার চাওয়া, চিকিৎসক হতে চাওয়া শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যের যেন কোনো ঘাটতি না হয়। চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনায় যেন একঘেয়েমি না আসে, সে জন্য এরই মধ্যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলোর সঙ্গে যোগ হোক সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের কুইজ-ওয়ার্কশপ কিংবা সেমিনার। হাসপাতালটাই যেহেতু শেখার ক্ষেত্র, সেখানেও কিছু ইতিবাচক পরিবর্তন চাই। হাসপাতালে রোগীর অ্যাটেনডেন্ট এবং দর্শনার্থীরা একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে রোগীদের ক্ষেত্রে হাসপাতাল থেকে হওয়া সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।
নিরাপত্তা নিশ্চিত করা হোক
শাকিবুল হাসান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭১ বছর পার হয়েছে। এত বছর পরেও ক্যাম্পাসটি শতভাগ আবাসিক হয়ে উঠতে পারেনি। আর যাঁরা আবাসিকতা পেয়েছেন, তাঁরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের কাছে। হলের দখল কিংবা বিক্রি নিয়ে সব সময় গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীদের মারধরও করা হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো দলীয় কোন্দলের কারণে মাঝেমধ্যেই অস্ত্রের মহড়া দেয়। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে। এটা বন্ধ করা উচিত। নতুন বছরে শিক্ষার্থী হিসেবে চাওয়া, ক্যাম্পাস ছাত্রসংগঠনগুলো হোক নিয়মতান্ত্রিক। যেকোনো অপরাধে তারাও আসুক আইনের আওতায়।
পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই
সাইদুল হাসান,শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
গবেষণায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে এবং আরও এগোবে। সবুজ বৃক্ষরাজির মেলায় অপরূপ সুন্দর দেখায় কুবি ক্যাম্পাসকে। খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতেও তার সরব উপস্থিতি। নতুন বছরে প্রথম চাওয়া—ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। পর্যাপ্তসংখ্যক ডাস্টবিন থাকা সত্ত্বেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা অপরিষ্কার থাকে। এটি ক্যাম্পাসের সত্যিকারের সৌন্দর্য নষ্ট করে এবং ক্যাম্পাস নিয়ে নেতিবাচক মনোভাব পোষণে সহায়তা করে। শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন হতে হবে এ ক্ষেত্রে। শহীদ মিনার, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা যেন না ফেলা হয়, সেদিকে আমাদেরই খেয়াল রাখতে হবে।
আধুনিকায়নের পথ উন্মোচিত হোক
আলভী আহমেদ, শিক্ষার্থী, বুটেক্স
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন, সেখানে অনেকাংশে পিছিয়ে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি রয়েছে অপর্যাপ্ত ল্যাব সুবিধা। নতুন বছরে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ, মার্কশিট প্রাপ্তি, ফরম পূরণের জটিলতা দূর করা, অফিসের হিসাবনিকাশে অটোমেশন, ভর্তি পরীক্ষায় টেলিটক সেবার ওপর নির্ভরশীলতা কাটিয়ে নিজস্ব অনলাইন প্রক্রিয়া চালু, ভর্তি পরীক্ষায় সাবজেক্ট চয়েজ অনলাইনে নেওয়া, প্রাতিষ্ঠানিক মেইলের স্টোরেজ বাড়ানোসহ আরও অনেক আইটিসংক্রান্ত উন্নতি চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। পাশাপাশি ল্যাবের পরিবেশ উন্নয়ন এবং ল্যাবে আধুনিক যন্ত্রপাতি চাই।
প্রাণবন্ত থাকুক শিক্ষার্থীরা
শতাব্দী রায়,শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস কখনোই ঘুমায় না। ‘হিরোজ ইন হোয়াইট কোট’ হয়ে উঠতে চাওয়া তরুণদের ব্যস্ত সময় কাটে ক্লাস, ল্যাব কিংবা ওয়ার্ডে। আমার চাওয়া, চিকিৎসক হতে চাওয়া শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যের যেন কোনো ঘাটতি না হয়। চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনায় যেন একঘেয়েমি না আসে, সে জন্য এরই মধ্যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলোর সঙ্গে যোগ হোক সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের কুইজ-ওয়ার্কশপ কিংবা সেমিনার। হাসপাতালটাই যেহেতু শেখার ক্ষেত্র, সেখানেও কিছু ইতিবাচক পরিবর্তন চাই। হাসপাতালে রোগীর অ্যাটেনডেন্ট এবং দর্শনার্থীরা একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে রোগীদের ক্ষেত্রে হাসপাতাল থেকে হওয়া সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।
নিরাপত্তা নিশ্চিত করা হোক
শাকিবুল হাসান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭১ বছর পার হয়েছে। এত বছর পরেও ক্যাম্পাসটি শতভাগ আবাসিক হয়ে উঠতে পারেনি। আর যাঁরা আবাসিকতা পেয়েছেন, তাঁরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের কাছে। হলের দখল কিংবা বিক্রি নিয়ে সব সময় গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীদের মারধরও করা হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো দলীয় কোন্দলের কারণে মাঝেমধ্যেই অস্ত্রের মহড়া দেয়। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে। এটা বন্ধ করা উচিত। নতুন বছরে শিক্ষার্থী হিসেবে চাওয়া, ক্যাম্পাস ছাত্রসংগঠনগুলো হোক নিয়মতান্ত্রিক। যেকোনো অপরাধে তারাও আসুক আইনের আওতায়।
পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই
সাইদুল হাসান,শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
গবেষণায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে এবং আরও এগোবে। সবুজ বৃক্ষরাজির মেলায় অপরূপ সুন্দর দেখায় কুবি ক্যাম্পাসকে। খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতেও তার সরব উপস্থিতি। নতুন বছরে প্রথম চাওয়া—ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। পর্যাপ্তসংখ্যক ডাস্টবিন থাকা সত্ত্বেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গা অপরিষ্কার থাকে। এটি ক্যাম্পাসের সত্যিকারের সৌন্দর্য নষ্ট করে এবং ক্যাম্পাস নিয়ে নেতিবাচক মনোভাব পোষণে সহায়তা করে। শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন হতে হবে এ ক্ষেত্রে। শহীদ মিনার, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা যেন না ফেলা হয়, সেদিকে আমাদেরই খেয়াল রাখতে হবে।
আধুনিকায়নের পথ উন্মোচিত হোক
আলভী আহমেদ, শিক্ষার্থী, বুটেক্স
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন, সেখানে অনেকাংশে পিছিয়ে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি রয়েছে অপর্যাপ্ত ল্যাব সুবিধা। নতুন বছরে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ, মার্কশিট প্রাপ্তি, ফরম পূরণের জটিলতা দূর করা, অফিসের হিসাবনিকাশে অটোমেশন, ভর্তি পরীক্ষায় টেলিটক সেবার ওপর নির্ভরশীলতা কাটিয়ে নিজস্ব অনলাইন প্রক্রিয়া চালু, ভর্তি পরীক্ষায় সাবজেক্ট চয়েজ অনলাইনে নেওয়া, প্রাতিষ্ঠানিক মেইলের স্টোরেজ বাড়ানোসহ আরও অনেক আইটিসংক্রান্ত উন্নতি চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। পাশাপাশি ল্যাবের পরিবেশ উন্নয়ন এবং ল্যাবে আধুনিক যন্ত্রপাতি চাই।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোহা চত্বরে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি’র যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৭২ জন, নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২ জন। আর ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ২ জন।
২০ ঘণ্টা আগে